শিশু হাসপাতালে হামলা চালিয়েছে রুশ সেনারা
ইউক্রেনের মারিউপোলের একটি শিশু হাসপাতালে রুশ সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মারিউপোল সিটি কাউন্সিল। বুধবার (৯ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ফেসবুক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান দখলদার বাহিনী একটি শিশু হাসপাতালে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
upay
তারা আরও বলেন, এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো তারা জানেন না।
আঞ্চলিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো ফেসবুক ভিডিওতে বলেন, শহরের কেন্দ্রস্থলের হাসপাতালটিতে রাশিয়ান বিমান হামলায় প্রসূতি ওয়ার্ড, শিশুদের ওয়ার্ড এবং থেরাপি ওয়ার্ডসহ সব ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, হামলায় আহতদের নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে, শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঘটনার ভিডিও ফুটেজ সহ তিনি টুইট করেন, নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।
তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে 'নো ফ্লাই জোন' কার্যকরের জন্য আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।
সূত্র : বিবিসি
No comments: