Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » টিপু সুলতানের হাতে ব্রিটিশদের পরাজয়ের চিত্রকর্ম নিলামে বিক্রি




টিপু সুলতানের হাতে ব্রিটিশদের পরাজয়ের চিত্রকর্ম নিলামে বিক্রি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী ও মহান শাসক টিপু সুলতানের হাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয় মূহূর্ত উপজীব্য করে আঁকা ঐতিহাসিক একটি চিত্রকর্ম নিলামে বিক্রি করা হয়েছে।

বিবিসি জানায়, বুধবার (৩০ মার্চ) লন্ডনের সাদাবি নিলামঘরে চিত্রকর্মটি নিলামের জন্য তোলা হয়। নিলামে চিত্রকর্মটির প্রাথমিক মূল্য ৩ লাখ ৭০ হাজার পাউন্ড ধরা হলেও সেটা সর্বশেষ ৫ লাখ পাউন্ডে বিক্রি হয় (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৬ কোটি ৫০ লাখ টাকা)। চিত্রকর্মটিতে ১৭৮০ সালে মহীশুর রাজ্যের সুলতান হায়দার আলি ও তার ছেলে টিপু সুলতানের বাহিনীর সঙ্গে শত্রুপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যকার যুদ্ধ তুলে ধরা হয়েছে যা পল্লীপুরের যুদ্ধ হিসাবে সমধিক খ্যাত। এই যুদ্ধে টিপু সুলতানের হাতে কোম্পানি বাহিনীর করুণ পরাজয় ঘটে। ৩২ ফুট লম্বা চিত্রকর্মটিতে দেখা যায়, একদিকে হাতির পিঠে চড়ে সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন টিপু। অন্যদিকে তার সৈন্যরা কোম্পানির সৈন্যদের চারদিক ঠেকে ঘিরে আক্রমণ করছে। ইতিহাসবিদ উইলিয়াম ডারলিমপল এটিকে উপনিবেশবাদের পরাজয় দেখানো সেরা ভারতীয় চিত্রকর্ম হিসেবে আখ্যা দিয়েছেন। নিজের বই ‌দ্য অ্যানার্কি'তে ডারলিমপল বলেছেন, পল্লীপুরের ওই যুদ্ধ ছিল ব্রিটিশদের জন্য এক শোচনীয় পরাজয় যা ভারতে ব্রিটিশ শাসনের প্রায় ইতি টেনে দিয়েছিল। আর এই জন্যই এতো গুরুত্বপূর্ণ এই চিত্রকর্ম। এই যুদ্ধে টিপু সুলতানই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বলে জানান ডারলিম্পল। আরও পড়ুন : প্রধানমন্ত্রিত্ব হারাচ্ছেন ইমরান খান ১৭৮৪ সালে পল্লীপুর যুদ্ধ উপজীব্য করে চিত্রকর্ম আকার নির্দেশ দেন টিপু সুলতান। মহীশুরের তৎকালীন রাজধানী শ্রীরঙ্গপট্টমে দরিয়া দৌলত বাগ রাজপ্রাসাদের দেয়ালে ও বিভিন্ন ফ্রেস্কোয় এগুলো আঁকা হয়। এছাড়া এ যুদ্ধ নিয়ে কাগজের ওপরও অন্তত কিছু চিত্রকর্ম আঁকা হয়। ওই চিত্রকর্মগুলোর একটি ২০১০ সালে নিলামে তোলা হয় এব‌ং সেটা কাতারের 'মিউজিয়াম অব ইসলামিক আর্ট'র মালিকানায় যায়। অসাধারণ দক্ষতা, বুদ্ধিমত্তা, ক্ষিপ্রতা, কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা ও অসাধারণ সমর নৈপুণ্যের জন্য ইতিহাসে টিপু সুলতান 'শের-ই-মহীশুর' বা 'মহীশুরের বাঘ' নামে খ্যাত। ইংরেজরাই তাকে এই উপাধি দিয়েছিল। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। ১৭৯৯ সালে সেই ব্রিটিশদের কাছে পরাজিত ও নিহত হন টিপু সুলতান। টিপুর মুত্যুর পর মহীশুর থেকে এই চিত্রকর্মটি কর্নেল জন উইলিয়াম ফ্রিস নামে সেনা কর্মকর্তা ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। এরপর ১৯৭৮ সালে একজন চিত্রকর্ম সংগ্রাহকের কাছে বিক্রির আগ পর্যন্ত চিত্রকর্মটি বংশ পরম্পরায় জনের পরিবারেই ছিল। ২০১০ সালে যা কাতারের ‌'মিউজিয়াম অব ইসলামিক আর্ট কিনে নেয়।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply