SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শুটিংয়ে শাহরুখের মেয়ে, প্রথম ছবি ফাঁস
শুটিংয়ে শাহরুখের মেয়ে, প্রথম ছবি ফাঁস

বলিউডে অভিষেক হচ্ছে সুহানা খানসহ কয়েক তারকার সন্তানের। ছ গেল বছর ঘটা করে পত্রপত্রিকায় ছাপা হয়েছিল, খুব শিগগিরই চলচ্চিত্রজগতে পা রাখতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান। হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এ তরুণীর। সে খবর সত্যি হলো। শুটিংয়ে যোগ দিয়েছেন এ স্টার কিড। শুধু সুহানাই নন, আছেন আরও তারকার সন্তান। বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীকন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা ও সঞ্জয় কাপুরের ছেলে জাহান কাপুর বলিউডে অভিষেকের জন্য প্রস্তুত। তাঁরা জয়া আখতারের নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’-এর শুট শুরু করেছেন। সিনেমাটি টিনএজারদের গল্প অবলম্বনে। সম্প্রতি সিনেমার সেট থেকে ভাইরাল হয় তাঁদের ছবি। ১৯৬০ সালের প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। পোর্টালটি বলছে, এটি মিউজিক্যাল ড্রামা হবে। ছবিতে সুহানাকে দেখা যাচ্ছে, একরাশ কালো চুল ও ক্যাজুয়াল পোশাকে; আর অন্যরকম হেয়ারস্টাইলে দেখা যাচ্ছে খুশিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় সুহানা খান। তাঁর যে কোনও ছবি বা ভিডিও প্রকাশমাত্র ভাইরাল হয় অন্তর্জালে। ইনস্টাগ্রামে সুহানার ফলোয়ার ২৫ লাখ। বি-টাউনের অনুরাগী মাত্রই জানেন, সুপারস্টার বাবা শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করে বড় পর্দায় ঝড় তুলতে চান সুহানা খান। আর এই স্টার কিডকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় ভক্তকুল। অবশ্য সুহানা এরই মধ্যে এগিয়েছেন অনেক দূর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হয়েছে, এবার পূর্ণদৈর্ঘ্য ছবিতে সুহানাকে দেখার অপেক্ষায় অনুগামীরা


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply