Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নারী বিশ্বকাপ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত অস্ট্রেলিয়া




নারী বিশ্বকাপ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত অস্ট্রেলিয়া

ছবি- ক্রিকইনফো ১০ বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। ১১টি আসরের মধ্যে প্রথম দুইতে হয়নি ফাইনাল ম্যাচ। ১৯৭৩ সালের আসরে পয়েন্টের হিসেবে অজিরা হারে ইংল্যান্ডের কাছে। পরের আসরে ১৯৭৮ সালে পয়েন্ট হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় অস্ট্রেলিয়া নারী দলকে। এরপর ৬বার বিশ্বকাপের ফাইনালে খেলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। এবার নিউজিল্যান্ড বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি ম্যাক লেনিংয়ের দল। ওয়েলিংটনে চলতি আসরের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজিকে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। বেসিন রিজার্ভে টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান দুই ওপেনার রেইচেল হেইন্স ও অ্যালিসা হেলে জুটি বাঁধেন ২১৬ রানের। দুজনে খেলে ফেলেন ৩২ ওভার ৪ বল। হেইন্স ১০০ বলে ৮৫ রানের ইনিংস খেলে বিদায় নিলেও অ্যালিসা পূর্ণ করেন শতক। ১০৭ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। এ ছাড়া অ্যাশলে গ্রাডনার ১২, ম্যাক লেনিং ২৬ ও বেথ মানের ৪৩ (৩১) রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ৩০৫ রানে থামে অস্ট্রেলিয়া। উইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন চিনেল্লে হ্যানরি ও ১ উইকেট নেন সামিলিয়া কনেল। জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় উইন্ডিজ ওপেনার রাশদা উইলিয়ামসকে। শুরু থেকেই অজি বোলারদের তোপে পড়ে ক্যারিবীয়রা। ওপেনার দেন্দ্রা ডটিন ৩৪ (৩৫) রান করেন। এ ছাড়া ৩৪ রান আসে তিন নম্বর ব্যাটার হ্যালে ম্যাথুসের ব্যাটে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ (৭৫) রানের ইনিংস খেলেন অধিনায়ক স্টেফানি টেইলর। বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৩৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় ১৪৮ রানে। অজিদের পক্ষে ২ উইকেট নেন জেস জোনাসেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply