Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ন্যাটোর হাতেও রক্তের দাগ : ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী




ন্যাটোর হাতেও রক্তের দাগ : ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলহা স্টেফানিশিনা। ছবি : সংগৃহীত ইউক্রেনে সাধারণ মানুষের প্রাণহানির পেছনে ন্যাটোকেও দায়ী করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী অলহা স্টেফানিশিনা।

বিবিসির রেডিও ফোরের ওয়ার্ল্ড টুনাইট প্রোগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে অলহা বলেন, ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার দাবি জানানো হয়েছিল। কিন্তু ন্যাটো এ আহ্বানে সাড়া দেয়নি। ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানির জন্য ন্যাটোরও কিছুটা দায় আছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী বলেন, ‘শুধু এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে সাধারণ মানুষ এবং শিশুদের প্রাণ দিতে হচ্ছে, এটা খুবই অমানবিক।’ অলহা বলেন, ‘এই বেসামরিকদের রক্ত—এর মধ্যে গতকাল জন্মানো শিশুটির বাবা-মাও ভারী গোলার আঘাতে প্রাণ হারিয়েছে—শুধু রাশিয়া তাদের খুন করেছে এমন নয়।’ উপপ্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কথাবার্তায় কূটনৈতিক কৌশল অবলম্বন না করায় ক্ষমাও চান অলহা স্টেফানিশিনা। তিনি বলেন, ‘আমি যেখানে বসে কথা বলছি সেটি মূলত বোমা হামলা থেকে বাঁচতে বানানো একটি আশ্রয়কেন্দ্র।’ উল্লেখ্য, বেসামরিক প্রাণহানি রোধে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছিল ইউক্রেন। কিন্তু এতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বাহিনীর সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রস্তাবে সায় দেয়নি ন্যাটো জোটের সদস্য দেশগুলো। এতে পশ্চিমা বাহিনীকে সরাসরি রুশ বিমানবাহিনীর সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়া হবে বলে তাঁরা মনে করছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply