Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সুমিতে রাশিয়ার বিমান হামলায় নিহত ২২




ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্রো জিভিটস্কি বলেন, রাশিয়া রাতভর শহরের উত্তর-পূর্বে একটি আবাসিক এলাকায় বোমা হামলা করেছে। upay এ ঘটনাটিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি বিবিসিকে বলেন, এক সন্ধ্যায় তিনটি বোমা... এটি একটি ভয়ানক রাত ছিল। এক বাড়ির ৯ জন নিহত হয়েছেন। ছয়টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় ২০টি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে। এর আগে রাশিয়া শহরটিতে বোমাবর্ষণ থামিয়ে একটি মানবিক করিডোর খোলার অনুমতি দেওয়ার পর সুমি থেকে প্রায় পাঁচ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি। সূত্র : বিবিসি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply