নিরাপত্তার নিশ্চয়তা দিলে রাশিয়ার ‘দাবি মেনে নেবে’ ইউক্রেন
চলমান যুদ্ধ থামাতে মঙ্গলবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ইস্তানবুলে বৈঠকে বসেন।
এ বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে দুই দেশই।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা রাজধানী কিয়েভ ও চেরনোহিভের দিকে আক্রমণ প্রায় বন্ধই করে দেবে।
অন্যদিকে ইউক্রেন ওই বৈঠকের পর ঘোষণা দিয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না ইউক্রেন। তারা নিরপেক্ষ দেশ থাকবে।
তবে এর বদলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
ই্উক্রেন নিরাপত্তার নিশ্চয়তা বলতে বুঝিয়েছে, বাইরের কোনো দেশ যদি তাদের আক্রমণ করে তখন তাদের সহায়তা করতে হবে। আর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া দেশের তালিকায় থাকতে পারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্কের মতো দেশগুলো।
অন্যদিকে নিরপেক্ষ থাকা মানে হলো ইউক্রেন কোনো জোটে যোগ দিতে পারবে না। কোনো বিদেশী দেশের সৈন্যদের ঘাঁটি স্থাপন করতে দিতে পারবে না।
তাছাড়া ক্রিমিয়া নিয়েও রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তারা বলেছে আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া নিয়ে আলোচনা করতে চায় তারা এবং সমস্যাটির সমাধান চায়।
সূত্র: বিবিসি
Tag: English News Featured world

No comments: