SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রাওয়ালপিন্ডিতে আজানের ধ্বনিতে ‘মুগ্ধ’ অজি অধিনায়ক
দীর্ঘ ২ যুগ পর পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঐতিহাসিক এই সফরে তারা তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। দীর্ঘদিন পর পাকিস্তানের নিজেদের সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এ সফরে নিজের নানান অভিজ্ঞতার কথাও জানান তিনি। এ সময় তিনি আজান শুনে মুগ্ধ হওয়ার কথাও জানান। সোমবার (৭ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে প্যাট কামিন্সের এ বক্তব্য উঠে আসে। শুক্রবার থেকে রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। মঙ্গলবার অনুশীলনের সময় দূর পাহাড় থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। সেই ধ্বনিতে মুগ্ধ হন কামিন্স। কোডস্পোর্টসে লেখা এক কলামে এমনটাই জানিয়েছেন তিনি। আরও পড়ুন: বাবা ওয়ার্নকে নিয়ে স্মৃতিকাতর মেয়ে সুম্মের কোডস্পোর্টসের কলামে কামিন্স লিখেন, ‘মঙ্গলবার অনুশীলনের সময় একটি দুর্দান্ত মুহূর্ত ছিল যখন রাওয়ালপিন্ডি থেকে আসা প্রার্থনার আহবানটি (আজান) দূরের পাহাড়ের সঙ্গে মাটি জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল।’ অজি অধিনায়ক আরও লিখেন, ‘সেদিন আমি আরও জানতে পেরেছিলাম যে, এই সিরিজের প্রতি শুক্রবার এক ঘন্টার মধ্যাহ্নভোজের বিরতিসহ প্রার্থনার জন্য প্রথম সেশন হবে আড়াই ঘন্টা। কারণ এখানে এটা সপ্তাহের পবিত্র দিন। আমরা এখানে সব সময়ই শিখছি। কোডস্পোর্টসে পাকিস্তান সম্পর্কে জানার জন্য অজি অধিনায়ক ইসলামাবাদে জন্মগ্রহণকারী সতীর্থ অজি খেলোয়াড় উসমান খাজাকে একটি কুইজ সেট করতে বলেছেন জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করার জন্য আমি উসমান খাজাকে একটি কুইজ রাখতে বলেছিলাম।’ কুইজটি বেশ মজার ছিল জানিয়ে কামিন্স বলেন, ‘এটি একটু মজার ছিল। উজ (খাজা) মার্নাস লাবুশ্যানে এবং স্টিভ স্মিথ প্রতিযোগী ছিলেন। এটার উদ্দেশ্য ছিল আমরা যে দেশে আছি তার সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করা।’ খাজার এই কুইজে অবশ্য স্মিথ জিতেছিলেন।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply