Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » লিবিয়ায় আটক সাংবাদিক জাহিদুরের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে




লিবিয়ায় আটক সাংবাদিক জাহিদুরের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে

লিবিয়ায় আটক সাংবাদিক জাহিদুর রহমানের বিষয়ে দেশটির গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘সাংবাদিক জাহিদুর সেখানে এখন নিরাপদে আছেন। আসলে সেখানে তাদের কী হয়েছিল, জানতে হবে। তবে তাদের সদিচ্ছা অনুযায়ী, কারণ, তাদের মধ্যে একজন বিভিন্ন দেশ ভ্রমণ করে লিবিয়ায় গিয়েছিলেন। এরপর তিনি কোন দেশে যাবেন, সেটা আমরা জানি না। তিনি যদি বাংলাদেশে ফিরে আসতে চান, তাকে দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।’ তিনি আরও বলেন, ‘লিবিয়ার গোয়েন্দা সংস্থা তাদের কাছ থেকে কী পেয়েছে, সেটা আমরা জানার চেষ্টা করছি। তারা তাদের জিজ্ঞাসাবাদ করে ক্লিয়ার হবে, এটা স্বাভাবিক। তাদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় বা জিম্মি করার ঘটনা ঘটেনি। তাহলে প্রশ্ন জাগে, এই চার ৫ দিন তারা কোথায় ছিলেন? আশা করি লিবিয়া সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা পাব।’ ৫ দিন ধরে নিখোঁজ থাকার পর ২৮ মার্চ জাহিদুর রহমানের খোঁজ পাওয়া যায়। তিনি ও বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম এখন ত্রিপোলির পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তাদের লিবীয় গাড়িচালক মোহাম্মদ খালেদকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকার সাভার এলাকার বাসিন্দা জাহিদুর রহমান (৪৮) এনটিভির বিশেষ প্রতিনিধি। তিনি লন্ডন থেকে লিবিয়ায় গিয়ে গত ২৩ মার্চ নিখোঁজ হয়েছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply