Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দলের সঙ্গে থাকাটাই আনন্দের ব্যাপার : সাকিব




দলের সঙ্গে থাকাটাই আনন্দের ব্যাপার : সাকিব আফগানিস্তান সিরিজ শেষে গত সপ্তাহে আরব আমিরাত যাওয়ারর আগে সাকিব আল হাসান বলে যান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ছুটি নিতে চান এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত দুই মাসের ছুটিও পেয়ে যান।

ছুটি পাওয়ার দুই দিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করতে হয় সাকিবকে। সেই বৈঠক শেষে সাকিবের সিদ্ধান্ত ঘুরে যায় ১৮০ ডিগ্রি। upay সাকিব যাবেন দক্ষিণ আফ্রিকায়, খেলবেন ওয়ানডে ও টেস্ট সিরিজ। হঠাৎ এমন পরিবর্তনের রহস্য অজানা রেখে সাকিব আজ রোববার রাতের ফ্লাইটে যাচ্ছেন দলের সঙ্গে যোগ দিতে। যাওয়ার আগে বলে গেছেন, ‘অনেকটাই স্বস্তি। দলের সঙ্গে থাকাটাও তো সব সময় অনেক মজার ব্যাপার। যেটা লাস্ট ১৫ বছর ধরে আছি, সামনেও থাকতে পারলে ভালো লাগবে। বাট দলের সঙ্গে থাকাটাই একটা আনন্দের ব্যাপার। আশা করি সবাই মিলে ভালো একটা রেজাল্ট আনতে পারি।’ দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে এখনও জয় পায়নি টাইগাররা কোনো ফরম্যাটে। এবার সেই অপবাদ ঘোচানোর জন্য প্রস্তুতি নেবে টাইগাররা। সাকিব বলেছেন, ‘প্রত্যাশা তো থাকবেই যেন আমরা জিততে পারি। সিরিজ জিততে পারলে খুবই ভালো, কিন্তু একটা ম্যাচও যদি জিততে পারি আমি মনে করি ভালো একটা অর্জন হবে। সুতরাং পুরো দলেরই সে রকম একটা লক্ষ্য থাকবে, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।’ আফগান সিরিজের পর সাকিব জানিয়েছিলেন, সিরিজটা উপভোগ করেননি তিনি। নিজেকে ফাঁকা বাসের একমাত্র প্যাসেঞ্জার মনে হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজেকে ড্রাইভিং সিটে দেখার প্রত্যাশা তার। আফগানিস্তান সিরিজে প্যাসেঞ্জার হিসেবে থাকা সাকিব এবার কি ড্রাইভিং সিটে থাকতে চান এমন প্রশ্নে বলেছেন, কে না চায়। এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশ দল আশানুরূপ ভালো খেলতেও পারেনি। সেটা দলগত কিংবা ব্যক্তিগত। সাকিবের চাওয়া, অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে ভাবা। ‘যেটা হচ্ছে যে, কতটুকু আছে সেটা ইম্পরট্যান্ট না, আমরা কতটুকু করতে পারব সেটা ইম্পরট্যান্ট। দলীয় বা ব্যক্তিগতভাবে আমরা কিছুই করতে পারিনি আশানুরূপভাবে। তো এটা পরিবর্তন করার সুযোগ আমাদের সামনে এবং সেটাই আমরা চেষ্টা করব।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply