Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হুইলচেয়ারে বসেই বিশ্বরেকর্ড!




’ সাহসিকতা ও ইচ্ছা থাকলে অসম্ভব বলে যে কিছু নেই, তা আবারও প্রমাণ করলেন ডেভিড ওয়ালশ। ব্যাপারটা অবাক করার মতো হলেও বিস্ময় সৃষ্টি করে তাক লাগিয়েছেন ইংল্যান্ডের এই বাসিন্দা। হুইল চেয়ারে বসেই তিনি টেনে ফেলেছেন ১০ টন ওজনের দুটি ট্রাক। সত্যিই তিনি বিশেষভাবে সক্ষম। তবে হুইলচেয়ারের জীবন তাকে সেই ব্যতিক্রমী হওয়া থেকে আটকাতে পারেনি। বিশেষভাবে সক্ষম মানুষ হয়েও যে কেউ ঢুকে পড়তে পারেন সব চেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায়, তা তিনি প্রমাণ করে দিয়েছেন। আজকের এই সমাজে প্রতিবন্ধী মানেই তিনি অনেক কিছু পারেন না- এমন একটা ধারণা চেপে বসে আছে অনেকের মননে। আর সেই বদ্ধমূল ধারণাটাই বদলে দিতে চান ৩৫ বছরের এই ব্যক্তি। ইদানীং অবশ্য প্রতিবন্ধী শব্দের পরিবর্তে বিশেষভাবে সক্ষম শব্দযুগলই ব্যবহার করাটাই রীতি। আর সেটাকেই অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণ করে দিয়েছেন ডেভিড ওয়ালশ। ডেভিড কাজ করতেন সেনাবাহিনীতে। ২০১৪ সাল দুরারোগ্য রোগে আক্রান্ত হন তিনি। তার পরেই হারান হাঁটাচলা-ওঠাবসার ক্ষমতা, স্বাভাবিকভাবেই ডেভিডের সঙ্গী হল হুইল চেয়ার। তাতে যদিও ভেঙে পড়েছিলেন তিনি, কিন্তু হাল ছাড়েননি। সেনাবাহিনীতে থাকার দরুণ ফিটনেসের যে অভ্যাস তার মাথায় ঢুকে গিয়েছিল, তা আর সহজে ছাড়তে পারেননি ডেভিড। বরং শুরু করলেন কঠিন অধ্যবসায়। ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাতেন ডেভিড। শরীরের প্রতিবন্ধকতাকে জয় করলেন মনের জোর আর একাগ্রতা দিয়ে। ২০১৭ সাল থেকে স্ট্রংগেস্ট ডিজেবল ম্যান ইভেন্টে অংশ নিয়ে চলেছেন ডেভিড। তবে সে বছর একটুর জন্য ফস্কে গিয়েছিল সেরার তকমা। সেই প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেন এই ইংলিশ ম্যান। এ বছর প্রতিযোগিতার জন্য উঠে পড়ে লেগেছিলেন ডেভিড। মন ও সাহস নিয়ে চলেছে প্রশিক্ষণও। অবশেষে হুইলচেয়ারে বসেই তিনি দুটি ১০ টনের লরি টেনে ফেলেছেন ডেভিড। যা বিশ্বে প্রথম। প্রথম কোনো বিশেষভাবে সক্ষম ব্যাক্তি এই কাজ করে দেখালেন। আর এই কাজই তাকে ঢুকিয়ে দিয়েছে বিশেষভাবে সক্ষমদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায়। সূত্র- ডেইলি মেইল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply