Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শেষ উইকেট হিসেবে ফিরলেন টাইগারদের নায়ক জয়




শেষ উইকেট হিসেবে ফিরলেন টাইগারদের নায়ক জয়

ওপেনিংয়ে নেমে ব্যাট ক্যারি করার সুযোগ ছিল মাহমুদুল হাসান জয়ের সামনে। কিন্তু রান বাড়ানোর তাড়ায় মারতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে স্লিপ ক্যাচ দিয়ে শেষ উইকেট হিসেবে ফিরলেন টাইগারদের নায়ক জয়। দেড়শ রানের মাইলফলক ছোঁয়ার হাতছানি থাকলেও ১৩ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হলো এই ব্যাটারকে। জয়ের আউট হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৯৮ রানে থামলো। ফলে দুই দলের প্রথম ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকা ৬৯ রানের লিড পেলো। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা করেছিল ৩৬৭ রান। ডারবানে বাংলাদেশের প্রথম ইনিংসজুড়ে কেবল মাহমুদুল হাসান জয়েরই কীর্তিগাথা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র নায়ক হিসেবে ছিলেন এই ওপেনার। ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পেলেন। ওপেনিংয়ে নেমে শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে করেছিলেন ১৩৭ রান। ব্যাট হাতে টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান লিটন দাসের মাত্র ৪১। তৃতীয় দিন সকালে অপরাজিত ৪৪ রান নিয়ে মাঠে নামেন জয়। আগের দিনে ৪ উইকেটে ৯৮ রান করা টাইগারদের পক্ষে অপরপ্রান্তে নামেন তাসকিন। তবে সকাল বেলা মাত্র ৪ বল খেলে ১ রান করে ফেরেন তাসকিন। এরপর ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন জয়। লিটন লাঞ্চের পর দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙ্গে জুটিটি। এরপর ইয়াসির আলী রাব্বির সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন জয়। ইয়াসির ২২ রান করে রান আউট হয়ে ফেরেন। এরপর মিরাজকে নিয়ে আরেকটি ফিফটি প্লাস জুটি গড়েন জয়। এই সময় ক্যারিয়ারের প্রথম শতক স্পর্শ করেন জয়। ২৬৯ বলে ১০ চার ও ১ ছয়ে শতক স্পর্শ করেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি কোন ব্যাটারের টেস্টে এটিই প্রথম শতক। মাত্র তৃতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম শতক পেলেন জয়। ৫১ রানের জুটি ভাঙ্গে মিরাজের বিদায়ে। মিরাজ করেন ২৯ রান। এই ব্যাটারের বিদায়ের পর আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন জয়। মাত্র ১১ বলে তোলেন ২৭ রান। এরপর দলীয় ২৯৮ রানের মাথায় খালেদের বিদায়ের পর নিজেও ক্যাচ দিয়ে ফেরেন জয়। শেষ পর্যন্ত জয় ৩২৬ বলে ১৫ চার ও ২ ছয়ে করেন ১৩৭ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম ৩০০ বল খেলার কীর্তিও গড়লেন এই ব্যাটার। প্রোটিয়ানদের পক্ষে হার্মার ১০৩ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। এছাড়াও লিজাড উইলিয়ামস নেন ৩ উইকেট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply