পোর্ট এলিজাবেথে লড়ছে বাংলাদেশ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত
পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে শক্ত পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দেড় দিনেরও বেশি সময় ব্যাট করে প্রথম ইনিংসে ৪৫৩ রান করেছে ডিন এলগারের দল। প্রোটিয়াদের থামিয়ে আজ শনিবার দ্বিতীয় দিনই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারায় সফরকারীরা। শুরুর ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে মুমিনুল হকের দল।
টেস্টের দিনের দ্বিতীয় সেশনে এসে প্রথম ইনিংসে ৪৫৩ রানে থামল দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন কেশব মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেছেন ডিন এলগার।
বাংলাদেশের হয়ে বল হাতে ১৩৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এই নিয়ে টেস্ট ক্রিকেটে দশমবার এক ইনিংসে ৫-এর বেশি উইকেট নেওয়ার স্বাদ পেলেন তাইজুল। এর মধ্যে দেশের বাইরে ৫ উইকেট নিলেন তৃতীয়বার। তাঁর সঙ্গে খালেদ আহমেদ নিয়েছেন তিনটি উইকেট।
৫ উইকেটে স্কোরবোর্ডে ২৭৮ রান নিয়ে আজ দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে কাইল ভেরাইনার স্টাম্প ভেঙে উইকেট উপহার দেন খালেদ আহমেদ। ৪৮ বলে ২২ রান করে থামেন ভেরেইনা। তবে দিনের শুরুতে উইকেট হারালেও রানের চাকা বেশ সচল ছিল স্বাগতিকদের। কেশব মহারাজ ও মুল্ডার মিলে কিছুক্ষণ টানেন দক্ষিণ আফ্রিকাকে। ৩৩ রানে মুল্ডারের প্রতিরোধ ভাঙেন তাইজুল ইসলাম।
কিন্তু তাতেও রানের গতি কমেনি পোটিয়াদের। কেশব মহারাজ ওয়ানডে স্টাইলে ব্যাটিং চালান। তাতে বড় স্কোর পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে গিয়ে মহরাজের প্রতিরোধ ভাঙেন তাইজুল। বাংলাদেশি স্পিনারকে স্লগ করতে গিয়ে বোল্ড হন মহারাজ। তবুও আউট হওয়ার আগে ৯৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেন মহারাজ। তিনি ফিরলে টেলএন্ডারদের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৫৩ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে গতকাল শুক্রবার টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে মাত্র এক উইকেট নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে নিয়েছে দুটি উইকেট। আর, শেষ সেশনে নিয়েছে দুটি উইকেট। গতকালই তাদের দলীয় রান প্রায় তিনশর কাছাকাছি করে নেয় ডিন এলগারের দল। আজ সেটা আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে বেশ সফল প্রোটিয়ারা।
Tag: English News games
No comments: