Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তাসকিনের বিদায়ে জয়ের সঙ্গী লিটন




ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলতে পেরেছে ৯৮ রান। কিংসমিড স্টেডিয়ামে হাতে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ আশায় আছেন ডারবান টেস্টের নিয়ন্ত্রণ নেওয়ার। বাংলাদেশের লক্ষ্য যতক্ষণ সম্ভব উইকেটে থাকা, ব্যাটিং করা। দলীয় শতক পূর্ণ করতে না করতেই নাইটওয়াচম্যাচ তাসকিনকে হারালো বাংলাদেশ। ১ রান আসে তার ব্যাট থেকে। ক্রিজে এখন জয়ের সঙ্গী লিটন দাস। ৫২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান। দ্বিতীয় দিনশেষে মিরাজ জানিয়েছিলেন, 'এখনও অনেক বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে, তারাই জিতবে। এখনও আমাদের অনেক সুযোগ আছে।' দক্ষিণ আফ্রিকার করা ৩৬৭ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ বুঝতে পারে একাদশে বাড়তি স্পিনার না রেখে ও টস জিতে বোলিং নিয়ে বড় ভুলটা করে ফেলেছে। নতুন বলে দুই প্রোটিয়া পেসার অলিভিয়ের ও উইলিয়ামস মাত্র ৯ ওভার বোলিং করেন। এরপর দুই প্রান্ত দিয়ে টানা বোলিং করে গেছেন বাঁ-হাতি স্পিনার মহারাজ ও ডানহাতি হারমে। মহারাজ সুবিধা করতে না পারলেও হারমে তুলে নিয়েছেন টপ অর্ডারের চার ব্যাটারকে। শুরুতে হারমারের বলে বোল্ড হয়ে ফিরে যান বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। তিনি ৯ রান করেন। এরপর নাজমুল শান্ত ও মাহমুদুল জয়ের জুটিতে দিন শেষ হবে বলে মনে হচ্ছিল। কিন্তু শান্তকে বোল্ড করে হারমে তাদের ৫৫ রানের জুটি ভাঙেন। শান্ত ৮৭ বলে দুই চার ও দুই ছক্কায় ৩৮ রান করে ফিরে যান। হারমের পরের ওভারে শটে ক্যাচ দেন মুমিনুল হক (০)। ডানহাতি ওই স্পিনার তুলে নিয়েছেন মুশফিককেও (৭)। বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ। তিন উইকেট দখল করেছেন মেহেদি মিরাজ। এছাড়া এবাদত হোসেন নিয়েছেন দুই উইকেট। ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদ উইকেট শূন্য থেকেছেন। প্রোটিয়াদের হয়ে চার উইকেটই নিয়েছেন হারমে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply