Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সপ্তমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল




ইংল্যান্ডকে হারিয়ে ‘লাকি সেভেন’ শিরোপা অস্ট্রেলিয়ার সপ্তমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এক আসর পরেই ‘লাকি সেভেন’ শিরোপা নিজেদের ঘরে তুললো অজি নারীরা।

ক্রাইস্টচার্চে ইংলিশদের ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে অ্যালিসা হিলির অতিমানবীয় রেকর্ড ভাঙ্গা ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে অজি নারীরা। জবাবে ন্যাট শিভারের ক্যারিয়ারসেরা অপরাজিত ইনিংসেও ২৮৫ রানের বেশি তুলতে পারেনি ইংলিশ ব্যাটাররা। ৩৫৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশ ব্যাটারদের মধ্যে ন্যাট শিভার ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। শিভার একাই চোখ রাঙানো অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলেন। ম্যাচে ইংলিশদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ২৭। চারে নামা শিভার ১২১ বলে ১৫ চার ও ১ ছয়ে ১৪৮ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। পাঁচ ব্যাটার বিশের ঘরে গিয়ে আউট হয়ে ফেরায় বড় কোন জুটি গড়তে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৩৮ বল বাকি থাকতে দলের অলআউট দেখে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়েন শিভার। অস্ট্রেলিয়ার হয়ে অ্যালানা কিং ৬৪ রানে এবং জেস জোনাসন ৫৭ রানে নেন ৩টি করে উইকেট। এছাড়া ম্যাগান শুট ৪২ রানে নেন ২ উইকেট। এর আগে টসে হেরে বিশ্বকাপের ফাইনালে অ্যালিসা হিলির অতিমানবীয় ইনিংসে ভর করে ইংল্যান্ডের সামনে রেকর্ড লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়া। অজি দুই ওপেনার হিলি ও রাসেল হায়েন্স বড় জুটি গড়ে দলটির ইনিংস শুরু করেন। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান করা এই দুই ব্যাটার গড়েন ১৬০ রানের জুটি। হায়েন্স ৭ চারে ৬৮ রান করে এক্লেস্টোনের বলে ফিরলে ভাঙ্গে ওপেনিং জুটি। এবারের আসরে হায়েন্স করেছেন ৪৯৭ রান। তবে হায়েন্সকে ছাড়িয়ে যান অজি পুরুষ দলের ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী হিলি। সেমি ফাইনালের পর ফাইনালেও টানা সেঞ্চুরি করা হিলি প্রথম ক্রিকেটার হিসেবে নারী বিশ্বকাপের এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৪৬ ওভারের সময় আউট হওয়ার আগে হিলি করেছেন ১৩৮ বলে ২৬ চারে ১৭০ রান। ১০০ বলে শতক স্পর্শ করা হিলি পরের ৭০ রান করেন মাত্র ৩৮ বলে। ১৭০ রান করার সুবাদে হিলি চলতি বিশ্বকাপে করলেন মোট ৫০৯ রান। আউট হওয়ার আগে তিনে নামা বেথ মুনিকে নিয়ে ১৫৬ রানের বিশাল জুটি গড়েছেন হিলি। মুনিও করেন ৪৭ বলে ৮ চারে ৬২ রান। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারানোতে ৩৫৬ রানের বেশি করতে পারেনি অজিরা। ইংল্যান্ডের পক্ষে অ্যানিয়া শ্রুবশোল ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply