ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ সম্প্রদায়কে যথাযথভাবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট হবে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক ও বিজ্ঞানের ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বৈঠকে।
Tag: English News lid news national
No comments: