Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মাশরাফীর দিনে জিতল রূপগঞ্জ




ম্যাচসেরা হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে বল হাতে দারুণ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। চার উইকেট নিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে একাই ধসিয়ে দিয়েছেন এ তারকা পেসার। মাশরাফীর দিনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে ২ উইকেটে হারাল লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফী ছাড়াও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন চিরাগ জানি। বল হাতে ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে উপহার দেন ৭২ রানের ইনিংস। মাশরাফীর বোলিং আর চিরাগ জানির অলরাউন্ড নৈপুণ্যে ১৯৮ রান তাড়া করতে নেমে ৪৯.৩ ওভারে জয় তুলে নেয় রূপগঞ্জ। যদিও ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে বিপদেই পড়ে যায় রূপগঞ্জ। দলীয় ১৫ রানের মধ্যে ইরফান শুক্কুর (০) ও সাব্বির হোসেনকে (৩) হারায় রূপগঞ্জ। এরপর হাল ধরেন চিরাগ। নাঈম ইসলামের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন এই ভারতীয় ব্যাটসম্যান। খেলেন ৭৮ বলে ৭২ রানের ইনিংস। তিনি ফিরলে শেষ দিকে তানবির হায়দার, রাকিবুল ও মাশরাফীদের ছোট ছোট ইনিংসে জয়ের নাগাল পেয়ে যায় রূপগঞ্জ। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাঘরকে মাত্র ১৯৮ রানেই অলআউট করে রূপগঞ্জ। খেলাঘরের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে খেলাঘরের হাসানুজ্জামানকে বোল্ড করে প্রথম শিকার পান মাশরাফী। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রান করেন হাসানুজ্জামান। এরপর নিজের করা অষ্টম ওভারে এসেই মাশরাফী তুলে নেন তিন উইকেট। অষ্টম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় শিকার বানান ইফতেখার সাজ্জাদকে। পরের বলেই মাসুম খান টুটুলকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। তবে, পরের বলে নূর আলম সাদ্দাম ডট বল দিলে হ্যাটট্রিক আর হয়নি। এক বল পরে সাদ্দামকে আউট করেই চার উইকেট পূরণ করেন এ তারকা পেসার। এবারের লিগে এটাই মাশরাফীর সেরা বোলিং। এর আগে আবাহনীর বিপক্ষে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। মোট ছয় ম্যাচে সব মিলিয়ে ১২ উইকেট পেয়েছেন এ তারকা বোলার






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply