SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সালমান খানের পরিবারে ফের ভাঙন
সালমান খানের পরিবারে ফের ভাঙন

কয়েক বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ খান ও মালাইকার। এবার সালমান খানের আরেক ভাই সোহেল খানের সংসার ভাঙল। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনে পাকাপাকি ভাবে ইতি টানতে চলেছেন সোহেল ও সীমা। এক ছাদের তলায় থাকতেন না খান পরিবারের এই দুই সদস্য।। এবার কাগজে কলমে বিচ্ছেদ চাইছেন তারা। শুক্রবার মুম্বইয়ের এক পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন সোহেল সীমা। আলাদা আলাদাই আসেন দু’জনে। ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসকে ফ্যামিলি কোর্টের এক সূত্র জানিয়েছে, ‘আজ সোহেল খান এবং সীমা সচদেব আদালতে হাজির হয়েছিলেন। তারা ডিভোর্সের আবেদন জানিয়েছেন। এটা মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে'। ১৯৯৮ সালে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন সোহেল সীমা। সোহেল বেশ কয়েকটি হিন্দি ছবি করলেও সব কটিই প্রায় ফ্লপের তালিকায়। এই মুহূর্তে প্রযোজক হিসেবেই চেনে ইন্ডাস্ট্রি। সীমা ও সোহেলের দুই সন্তান রয়েছে। নির্ভান এবং ইয়োহান। ২০১৭ সালে প্রথমবার তাদের ডির্ভোসের কানাঘুষো শোনা যায়। নেটফ্লিক্সের শো ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ দেখা যায় সীমাকে। সেখানেই পরিষ্কার হয়ে যায় যে সোহেল-সীমা এক ছাদের তলায় থাকেন না। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। ১৮ বছরের বিবাহিত জীবনের পর আলাদা হন মালাইকা-আরবাজ। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মালাইকা আরোরা বলেন, ‘আরবাজের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তে আমি খুশি। নতুন স্বাধীনতা এবং জীবনকে আরও একবার সুযোগ দিতে পেরেছি আমরা দু’জনই। অতীতের ভার আমার কাঁধে নেই। মাথা উঁচু করে আনন্দে জীবন কাটাচ্ছি।’ যদিও এই মুহূর্তে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। আরবাজও তার ভালোবাসা খুঁজে পেয়েছেন জর্জিয়ার মধ্যে। অন্যদিকে সালমান খানের বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্কের খবর ছড়ায়। তবে কারোও সঙ্গেই তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এই মুহূর্তে ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউডের ভাইজান এমনটাই জল্পনা।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply