Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » অমিতাভ বচ্চন, নওয়াজুদ্দীন সিদ্দিকী থেকে প্রভাস, সুপারস্টারদের অভিনয়ের তালিম দেন এই অভিনেতা




অমিতাভ বচ্চন, নওয়াজুদ্দীন সিদ্দিকী থেকে প্রভাস, সুপারস্টারদের অভিনয়ের তালিম দেন এই অভিনেতা থিয়েটারের ছাত্র আশিস অভিনয়ের পাঠ নিয়েছেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা(NSD) থেকে। অভিনয়ই তাঁর ধ্যান ও জ্ঞান। অভিনয়ের দুনিয়াতেই রাজ করছেন তিনি তবে রাজত্ব ক্যামেরার পিছনে। Ashish Pathode: অমিতাভ বচ্চন, নওয়াজুদ্দীন সিদ্দিকী থেকে প্রভাস, সুপারস্টারদের অভিনয়ের তালিম দেন এই অভিনেতা

: অ্যাক্টিং ক্লাস বা ওয়ার্কশপ শুনলেই আমরা ভাবি যে তা শুধুমাত্র নবাগত নায়ক নায়িকাদের জন্য, কিন্তু বিষয়টা মোটেও তাই নয়। যেকোনও ছবির জন্য বলিউড(Bollywood) ও দক্ষিণ ভারতীয় সুপারস্টারও অভিনয়ের পাঠ নেন। বেশিরভাগ ক্ষেত্রেই নয়া চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে তাঁরা শরণাপন্ন হয় অ্যাক্টিং কোচের(Acting Coach)। যাঁর সাহায্য নিয়েই পর্দায় চরিত্রগুলো ফুটিয়ে তোলেন অভিনেতারা, সেই চরিত্রের দৌলতেই তাঁরা হয়ে ওঠেন সুপারস্টার। সেরকমই এক অ্যাক্টিং কোচ যাঁকে বলতে পারি সুপারস্টার মেকার্স আশিস পাতোড়ে(Ashish Pathode)। থিয়েটারের ছাত্র আশিস অভিনয়ের পাঠ নিয়েছেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা(NSD) থেকে। অভিনয়ই তাঁর ধ্যান ও জ্ঞান। অভিনয়ের দুনিয়াতেই রাজ করছেন তিনি তবে রাজত্ব ক্যামেরার পিছনে। 'ঠাকরে' ছবিতে নওয়াজুদ্দীন সিদ্দিকী(Nawazuddin Siddiqui) থেকে শুরু করে রাধে শ্যাম ছবিতে প্রভাসকে(Prabhas) অভিনয়ের পাঠ দিয়েছেন তিনি। শুধুমাত্র অ্যাক্টিং ক্লাস নয়, তিনি নিজেও অভিনয় করেন। নেগেটিভ চরিত্রই তাঁর প্রথম পছন্দ। কোনও বিশেষ সিনেমার জন্য নয়, প্রভাসের ব্যক্তিগত অ্যাক্টিং কোচ আশিস। 'আদিপুরুষ'(Adipurush) থেকে শুরু করে সদ্য মুক্তিপ্রাপ্ত 'রাধে শ্যাম'(Radhey Shyam) ছবিতে তাঁকে অভিনয়ের তালিম দিয়েছেন আশিস। এমনকি প্রভাসকে ভাষার পাঠও দিচ্ছেন তিনি। শুধু প্রভাস নয়, আদিপুরুষের সইফ আলি খান(Saif Ali Khan) ও কৃতি শ্যাননকেও(Kriti Sanon) শেখাচ্ছেন তিনি। নাগ অশ্বিনের আগামী সায়েন্স ফিকশন 'প্রজেক্ট কে'-তে(Project K) মুখ্য চরিত্রে থাকবেন প্রভাস, অমিতাভ বচ্চন(Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন(Deepiak Padukone) ও দিশা পাটানি(Disha Patani)। তাঁদেরও অভিনয়ের তালিম দেবেন আশিস পাতোড়ে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply