SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারতের মহারাষ্ট্রে ছয় সন্তানকে হত্যা করলেন মা!
ছয় সন্তানকে হত্যা করলেন মা! আত্মহত্যা করবেন বলে নিজের ছয় শিশুসন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন এক নারী। কিন্তু পানিতে হাবডুবু খেতে খেতে হঠাৎ বাঁচার ইচ্ছা তীব্র হয়ে ওঠায় তিনি ওপরে উঠে আসেন। সন্তানরা পড়ে থাকে পানিতেই। এসময় করুণ মৃত্যু হয় ছয় সন্তানের। সোমবার (৩০ মে) রাতে

রায়গড় জেলায় এই ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের। খবরে জানা যায়, ওই মায়ের নাম রুনা চুখুরি সাহানী। তিনি মাহাড়ের খারাভলি গ্রামের বাসিন্দা। বয়স ৩০ বছর। তার বাড়ি উত্তর প্রদেশে। অভাবের তাড়নায় কাজ খুঁজতে তার স্বামী স্ত্রী-সন্তানসহ মহারাষ্ট্রে এসেছিল। স্বামী মদ্যপ। নিয়মিত কাজও মেলে না। অভাবের তাড়নায় অথবা স্বামীর অত্যাচারে ওই মহিলা সন্তানদের সাথে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছেলে শিশু, বাকী পাঁচজন মেয়ে শিশু। তাদের সবাই ১০ বছরের কম বয়সী। আরও পড়ুন : দূষণে ভারতেই এক বছরে ২৩ লক্ষাধিক মানুষের মৃত্যু : গবেষণা ৩০ বছরের ওই মহিলা বেঁচে গেলেও তার এক শিশুপুত্র এবং পাঁচ শিশুকন্যার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের সকলেরই বয়স ১০-এর কম। মাহাড়ের খারাভলি গ্রামের বাসিন্দা ওই মহিলা পুলিশি জেরায় জানিয়েছেন, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচারের কারণেই সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply