Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুস্তাফিজ কি নিজেকে সিনিয়রদের কাতারে ভাবছেন!




বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ার এসব মিলিয়ে সাদা বলে দারুণ অস্ত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। তবে লাল বলে বরাবরই অনাগ্রহী এই ক্রিকেটার। টেস্ট ক্রিকেট খেলতে চাইছেন না তিনি, গণমাধ্যমেও এমনটাই জানিয়েছেন তিনি। না খেলার জন্য বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা করার কথা জানিয়েছিলেন মুস্তাফিজ। যদিও বায়ো-বাবল এবং ওয়ার্কলোডের দোহাই দিয়ে টেস্ট না খেলার কথা প্রথম বলেছিলেন তিনি। তবে ব্যস্ততা এবং বায়ো-বাবলের জন্য চাইলে বিশ্রামের সুযোগ ছিল কেবল সিনিয়রদের। সেই সুযোগ লুফে নিয়েছেন মুস্তাফিজ। আর তাই মুস্তাফিজের টেস্ট না খেলা নিয়ে রাগ খালেদ মাহমুদ সুজন। শনিবার (৭ মে) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজকে নিয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন টাইগার এই টিম ডিরেক্টর। তিনি বলেন, ‘পাপন ভাই বলেছিলেন খেলোয়াড়রা যে ফরম্যাট খেলতে চায় এ নিয়ে আলাপ করতে পারে। সেটা সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে কথাটা বলেছেন, সবার ক্ষেত্রে না। এখন যদি জয় বলে আমি ওয়ানডে খেলব আর টেস্ট খেলব না, এটা কি ঠিক হল নাকি?’ এরপরই মুস্তাফিজকে নিয়ে সুজন আরও যোগ করেন, ‘মুস্তাফিজের আসলে বয়স কত? কয়দিন ধরে খেলে? ও তো সাকিব না, তামিম না, মাশরাফী বা মুশফিক না, যারা এত বছর ধরে বাংলাদেশকে তিন ফরম্যাটে সার্ভিস দিয়েছে। দেশের জন্য খেলা জরুরী। আর টেস্টের মত বুনিয়াদি ক্রিকেট তো আর কিছুই হতে পারে না।’ দলের টিম ডিরেক্টর সুজন জানিয়েছেন, এখন থেকে বোর্ড সিদ্ধান্ত নেবেন কে কোন ফরম্যাটে খেলবেন। খালেদ মাহমুদ সুজনের ভাষ্যে, ‘মুস্তাফিজ কেন খেলতে চায় না আমি জানি না। এটা বোর্ডই নির্ধারণ করবে, কাকে কোথায় খেলতে হবে। আপনি কি অফিসে বলতে পারেন- আমি এই কাজ করব না, ঐ কাজ করব? আপনি এখানে কর্মী, আপনি কীভাবে বেছে নেবেন?’ সুজনের এমন বক্তব্যের পর স্বাভাবিক ভাবে প্রশ্ন চলে আসে, মুস্তাফিজ কি নিজেকে সিনিয়রদের কাতারে ভাবছেন?






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply