SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » হারানো প্রেম, বোর্ডিং স্কুল, কালিম্পঙে এসে সব ফিরে পেলেন করিনা?
হারানো প্রেম, বোর্ডিং স্কুল, কালিম্পঙে এসে সব ফিরে পেলেন করিনা? এত বছর পর স্কুলের স্মৃতি ফিরিয়ে দিল করিনার বঙ্গ সফর। কালিম্পংয়ে দেখা পুরনো বন্ধুর সঙ্গে।

শ্যুটিংয়ের কাজে কালিম্পঙে এসেছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর। সে নিয়ে আপ্লুত বাঙালি ভক্তরা। প্রত্যেক মুহূর্তে করিনা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন সেই খবর পেতে উদগ্রীব হয়ে রয়েছেন সকলে। তার মধ্যে করিনার নিজেরও আনন্দিত হওয়ার কারণ ঘটে গেল। বঙ্গ সফরে এসে বহু পুরনো এক সহপাঠীর সঙ্গে দেখা অভিনেত্রীর। বৃহস্পতিবার আপ্লুত হয়ে নিজেই সে খবর দিলেন তিনি। ছবি শেয়ার করলেন স্কুলবেলার। সেই দেখে ভালবাসায় ভরিয়ে দিলেন স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে করিনার পরিবার-পরিজন। করিনার বয়স তখন ১৪ বছর। উত্তরাখণ্ডের দেহরাদূনের ওয়েলহাম গার্লস স্কুলে পড়ার সময় প্রাণের বন্ধু ছিলেন সেই কালিম্পং কন্যা। ১৯৯৬ সালে স্কুল থেকে একসঙ্গে রাজস্থান ভ্রমণে গিয়েছিলেন করিনারা। শ্যুটিং স্থল থেকেই সেই স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী। একই ফ্রেমে রয়েছেন সেই বান্ধবী-সহ আরও কয়েকজন। জীবনের ঘোড়দৌড়ে কে কোথায় ছিটকে গিয়েছিলেন খেয়াল ছিল না। এতদিন পর কালিম্পঙে এসে দেখা হল অভিন্ন হৃদয় দুই বন্ধুর। সেই সঙ্গে এক লহমায় আগল খুলে গেল স্কুল জীবনের স্মৃতির।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply