Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঢুকছিলাম সাংবাদিকদের পকেট মারতে, ম্যানেজারের ফোন চুরির কোনো পরিকল্পনা ছিল না’




ঢুকছিলাম সাংবাদিকদের পকেট মারতে, ম্যানেজারের ফোন চুরির কোনো পরিকল্পনা ছিল না’ কমলাপুর রেলস্টেশন ম্যানেজারের ফোন চুরির আলোচিত ঘটনা তদন্ত করতে গিয়ে দুর্ধর্ষ এক চোর চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তদন্তে জানা গেছে, সেদিন সাংবাদিকদের পকেট মারতেই ম্যানেজারের রুমে ঢুকেছিল চোর। ম্যানেজারের ফোন চুরির কোনো পরিকল্পনা আগে ছিল না চোর চক্রের। একজন চোর যিনি কি না সৌদি আরবের সম্ভ্রা

ন্ত ইমাম পরিবারের ছেলে। সেখানেই শুরু করেন গাড়ি চুরি। পরে জেল খেটে, দেশে ফিরে মাদকের ছোবলে আবারও বাঁকা পথে পা বাড়ান। মাদকের টাকা যোগাড় করতেই জড়িয়ে পড়েন চোর চক্রের সাথে। এই চক্রের ৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভিডিওটি দেখলে ক্লিক করুন এখানে এর আগে, গত ২৩ এপ্রিল বেলা ১২টায় ইদের আগাম টিকেট ইস্যুতে গণমাধ্যমকর্মীদেরকে ব্রিফ করছিলেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। অন্তত ১৫ টিভি ক্যামেরার সামনেই টেবিলের উপরে থাকা তার ফোন-মানিব্যাগ নিয়ে চম্পট দেয় এক চোর। স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সটকে পড়ার দৃশ্য। দেশব্যাপী তখন তুমুল আলোচনা হয় এটা নিয়ে। চুরি ও ফোন জব্দের ঘটনায় কমলাপুর রেলওয়ে থানা ও রাজধানীর বংশাল থানায় দুটি মামলাও হয়েছে। পাজামা-পান্জাবি ও টুপি পরা অভিযুক্ত যাকে সেদিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি আজিজ মোহাম্মদ। আজিজের পরিবার সৌদিতে বাংলাদেশী বংশোদ্ভুত একটি সম্ভ্রান্ত পরিবার। তার বাবা মক্কার একটি এতিহ্যবাহী মসজিদের ইমাম ও খতিব। জানা গেছে, পড়াশোনা শেষে চাকরি করতে করতে আজিজ জড়িয়ে পড়েন খারাপ সঙ্গে। শুরু করেন গাড়ি চুরি। সৌদিতে বিএমডাব্লিউ, মার্সিডিজসহ অন্তত ৮টি দামি গাড়ি চুরি করেছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply