Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সামরিক সম্প্রসারণের জবাব দেওয়া হবে : পুতিন




সামরিক সম্প্রসারণের জবাব দেওয়া হবে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যভুক্তি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি নয়, তবে এ অঞ্চলে সামরিক অবকাঠামো সম্প্রসারণ করা হলে অবশ্যই জবাব দেওয়া হবে।’ সিএনএনের প্রতিবেদনে আজ সোমবার এমনটি জানানো হয়েছে। মস্কোয় কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সম্মেলনে সোমবার বক্তৃতাকালে ভ্লাদিমির পুতিন বলেন, ‘ফিনল্যান্ড ও সুইডেনের সদস্যভুক্তির ফলে ন্যাটোর সামরিক বহরবৃদ্ধি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়, এসব রাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কোনো সমস্যা নেই। এমনকি এসব দেশ সামরিক খাতে ব্যয় বাড়ালেও তা রাশিয়ার জন্য সরাসরি কোনো হুমকি নয়।’ পুতিন বলেন, ‘তবে এই অঞ্চলে কোনো সামরিক স্থাপনা বা অবকাঠামো বাড়ানো হলে আমাদের দিক থেকে অবশ্যই জবাব দেওয়া হবে। আমরা ধরে নিব, আমাদের জন্য হুমকি স্বরূপ এসব করা হয়েছে।’ ন্যাটোর সম্প্রসারণকে কৃত্তিম হিসেবে আখ্যায়িত করেন রুশ প্রেসিডেন্ট। সিএসটিওর সম্মেলনে তিনি বলেন, ‘সোভিয়েত পরবর্তী অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে এই সংস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ ‘এমন কঠিন সময়ে’ এই সংস্থার প্রভাব ও সম্ভাবনা কাজে লাগানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, ‘আশা করি, এটি গত কয়েক বছরের অভিজ্ঞতার ফলে পূর্ণাঙ্গ একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এর অগ্রগতি অব্যাহত থাকবে। আমি আবারও বলছি, এই কঠিন সময়ে।’ সিএসটিওর সদস্য দেশগুলোকে ইউক্রেন অভিযান প্রসঙ্গে বিস্তারিত ওয়াকিবহাল করা হবে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন। কয়েক মাসের মধ্যেই সিএসটিওর উদ্যোগে যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হবে। এগুলো কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানে হবে বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply