Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ভিনির হ্যাটট্রিক, ৬ গোলে লিভারপুলকে হুঁশিয়ারি রিয়ালের




ভিনির হ্যাটট্রিক, ৬ গোলে লিভারপুলকে হুঁশিয়ারি রিয়ালের কোথায় লেভান্তে আর কোথায় লিভারপুল! শুধু ইংরেজিতে নামের আদ্যক্ষর ছাড়া মিল খুঁযে পাওয়া ভার। তবে নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে ম্যাচে আজ অদৃশ্য প্রতিপক্ষ হিসাবে লিভারপুলকেও পেয়েছে রিয়াল। অবশ্য সেটি শুধু আজ কেন, লিগে রিয়ালের বাকি সব ম্যাচেও তো লিভারপুলই জড়িয়ে! ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যে ইংলিশ ক্লাবটিই রিয়ালের প্রতিপক্ষ! লিগ রিয়াল জিতে ফেলেছে আগেই, এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ছাড়া আর কী-ইবা আছে রিয়ালের ভাবনায়! তা লেভান্তে ম্যাচও যদি লিভারপুলের জন্য নিজেদের 'প্রস্তুতি'র উপলক্ষ হয়ে থাকে রিয়ালের, তবে তাতে দারুণ দেখিয়েছে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই হারে অবনমন নিশ্চিত হয়ে গেছে লেভান্তের।

প্রথমার্ধেই তিনটি গোল করিয়েছেন মদরিচ প্রথমার্ধেই তিনটি গোল করিয়েছেন মদরিচছবিঃ টুইটার লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর আজই প্রথম বেনজেমা, ভিনিসিয়ুস, মদরিচকে একসঙ্গে নামিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি। তার ফল? ভিনির হ্যাটট্রিক, বেনজেমার নিজের এক গোল আর ভিনিকে গোল বানিয়ে দেওয়ার পথে পায়ের নাচন, আর মদরিচের গোল বানিয়ে দেওয়ার চিরায়ত অভ্যাস। প্রথমার্ধেই তিনটি গোল করিয়েছেন মদরিচ! আক্রমণেও কী দারুণই না খেলল রিয়াল! দ্রুতগতিতে উঠে যাওয়া, এক স্পর্শের ফুটবলে বল দেওয়া-নেওয়া, ফ্লিক-স্টেপ ওভারে মুগ্ধতা ছড়ানো...। রিয়ালের ছয় গোলে একটির চেয়ে অন্যটি বেশি সুন্দর। লেভান্তে গোলকিপার হাজারো 'সেইভ' না করলে, অফসাইডে গোল বাতিল না হলে রিয়ালের গোলসংখ্যা দুই অঙ্ক ছাড়িয়ে যেত। ভিনি গোলের দেখা পাওয়ার আগেই অবশ্য রিয়ালের জয় নিঃসংশয়! ১৩ মিনিটে মদরিচের অসাধারণ ভাসানো পাস ধরে রিয়ালকে এগিয়ে দেন মেন্দি, ছয় মিনিট পর ভিনিসিয়ুসের ক্রসে দারুণ হেডে দ্বিতীয় গোলটি বেনজেমার। বিজ্ঞাপন নিজে গোল করার পাশাপাশি ভিনিসিয়ুসকে দিয়ে গোল করিয়েছেন বেনজেমা নিজে গোল করার পাশাপাশি ভিনিসিয়ুসকে দিয়ে গোল করিয়েছেন বেনজেমা ছবিঃ টুইটার ৩০ মিনিটে বেনজেমার দারুণ থ্রু ধরে রদ্রিগো বল জালে পাঠালেও অফসাইডে গোল বাতিল, চার মিনিট পর দুঃখ ভুললেন রদ্রিগো। গোলের আগে পাস কার? মদরিচ! দলের এমন অবস্থা দেখে তিতিবিরক্ত হয়েই কি না, ৩৯ মিনিটেই দুই খেলোয়াড়কে বদল করেন লেভান্তে কোচ। কিন্তু তাতে লাভ হলে তো! ৪৫তম মিনিটেই আবার গোল রিয়ালের। বক্সের বাইরে মদরিচের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বাঁ পায়ের দারুণ শটে ম্যাচে ভিনির প্রথম গোল। দ্বিতীয়টি ৫৮ মিনিটেই হয়ে গেছে বলে মনে হয়েছিল, কিন্তু ভালভার্দের পাস ধরে ভিনিসিয়ুসের দারুণ চিপে গোল বাতিল হলো অফসাইডে। তবে দশ মিনিট পরই দুঃখ ভুললেন ভিনি! গোলটা বেনজেমার নামে হলেই হয়তো ভালো হতো। দারুণ গতিতে বক্সে ঢোকার পর পায়ের নাচনে যেভাবে লেভান্তে গোলকিপারকে মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য করেছেন বেনজেমা, সেটি চোখধাঁধানো। গোলকিপারকে পরাস্ত করার পর বলটা বাড়িয়ে দিয়েছেন পোস্টের দুই গজ সামনে ফাঁকায় দাঁড়ানো ভিনিকে। এরপর অপেক্ষা ছিল শুধু ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের। সেটিও এসে গেল ৮৩ মিনিটে। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ হয়তো ততক্ষণে পয়েন্ট টুকে টুকে নোটখাতাটা ভারী করে ফেলেছেন!






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply