Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুর পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডের চালচিত্র




মেহেরপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডগুলোতে বইছে ভোটের হাওয়া। হোটেল, রেস্তোরাঁ আর চায়ের দোকানগুলোতে নির্বাচনী আলাপ–আলোচনায় মেতে উঠেছেন ভোটাররা। নির্বাচনী সভার পাশাপাশি প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন, ভোটারদের মন পেতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সারাদিন বিভিন্ন এলাকার পথে পথে ঘুরে গণসংযোগ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। মেহেরপুর শহরের প্রধান সড়ক সহ পাড়া মহল্লার ওলিতে গলিতে এখন শুধুই চোখে পড়ছে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার। নির্বাচনের প্রাক্কালে কাউন্সিলর প্রার্থীদের কার কেমন তা নিয়ে অবস্থান বিশেষ প্রতিবেদন । এ পর্যায়ে থাকছে মেহেরপুর পৌরসভার-৮ নং ওয়ার্ডের চালচিত্র। সরকারি কলেজ পাড়া, হোটেল বাজার, শহীদ আরজ সড়ক, নজরুল সড়ক দক্ষিণাংশ, মল্লিকপাড়া, বাসষ্টান্ড পাড়া, হোটেল বাজারপাড়া, মসজিদপাড়া, পশু হাসপাতাল পাড়া, পুরাতন মাঠপাড়া, স্টেডিয়ামপাড়া উত্তর অংশ, লাইব্রেরী পাড়া, পৌর ভূমি অফিস পাড়া, স্টেডিয়ামপাড়া উত্তর অংশ নিয়ে পৌরসভার ৮ নং ওয়ার্ড গঠিত। ৮ নং ওয়ার্ডে ৩ হাজার ০৫২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরাতন ভবন ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় নতুন ভবনে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮ নং ওয়ার্ডের ভোটারদের মন জয় করতে মোট ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এরা হলেন সদ্য সাবেক হওয়া কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর (ডালিম),আব্দুস সাত্তার (ব্রীজ), সাখাওয়াত হোসেন ( টেবিল ল্যাম্প),খন্দকার শফিউল কবীর (পাঞ্জাবি), এ কে শাকিল আহমেদ (পানির বোতল) , মতিয়ার রহমান (গাজর) , নাজমুল হাসান (ব্ল্যাকবোর্ড) ,রিন্টু রহমান (উটপাখি)। পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডে চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সদ্য সাবেক কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর (ডালিম),আব্দুস সাত্তার(ব্রীজ), সাখাওয়াত হোসেন( টেবিল ল্যাম্প),রিন্টু রহমান (উটপাখি)। সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন পরপর দুবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনে আব্দুস সাত্তার মুক্তা অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মতিউর রহমান। এবং যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন সবুজ। ৮ নং ওয়ার্ড যেহেতু পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘিরে সেহেতু মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য রয়েছেন অনেকেই। ঐ সকল সদস্যদের ভোট নিতে পারলে মতিয়ার রহমান কিংবা সাখাওয়াত হোসেন নির্বাচনী ফলাফল তাদের দিকে ঘুরে নিতে পারবেন বলে অনেকে মনে করছেন। অপরদিকে রিন্টু রহমান, নাজমুল হাসান, একে শাকিল আহমেদ, খন্দকার শফিউল কবীর ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply