Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পগবাকে চলে যাওয়ার অনুমতি দিয়ে ভুল করেছে ম্যান ইউ?




পগবাকে চলে যাওয়ার অনুমতি দিয়ে ভুল করেছে ম্যান ইউ?

ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা। ছবি : সংগৃহীত ওল্ড ট্র্যাফোর্ডে ছয়টি চমৎকার মৌসুম কাটিয়ে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন পল পগবা। গোল ডটকমের খবরে জানা গেছে, জুভেন্টাসে যেতে পারেন তিনি। ইতালির দলটির সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে এই ফরাসি স্ট্রাইকারের। এখন প্রশ্ন উঠেছে কেন ম্যান ইউ নতুন চুক্তির প্রস্তাব দেয়নি পগবাকে। ২০১৬ সালে ইউনাইটেডে পগবা দ্বিতীয়বার যোগ দেন। জোসে মরিনহোর অধীনে দুটি বড় ট্রফি জয় করেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ফর্মে ফিরতে অনেক সংগ্রাম করতে হয় তাঁকে। ম্যান ইউ একাডেমি থেকে ক্লাবের মূল দলে খেলার সুযোগ পান পগবা। পরে ২০১২ সালে জুভেন্টাসে চলে যান। চার বছর পর ১০ কোটি ৫০ লাখ ইউরোতে তাঁকে দলে ফেরায় দলটি। আবার বিনা মূল্যে তাঁকে ছেড়ে দেয় রেড ডেবিলরা। পগবা অ্যামাজন প্রাইম ডকুমেন্টারিতে এ সম্পর্কে বলেন, ‘আমার সঙ্গে নতুন চুক্তি না করে ভুল করেছে ম্যান ইউ। অন্য ক্লাবগুলোকেও দেখিয়ে দেওয়া, তারা আমাকে চুক্তির প্রস্তাব না দিয়ে কী ভুল করেছে।’ ম্যান ইউ গত বছর পোগবার সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল। বেতন পছন্দ হয়নি বলে তখন তিনি রাজি হননি। ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই চুক্তি নবায়ন না করে ‘ভুল’ করেছে? ইংল্যান্ডে কাটানো ছয় মৌসুমে পোগবার রেকর্ড দেখে নেওয়া যাক : ইউনাইটেড পগবা তাঁর দ্বিতীয় মেয়াদে ২২৬ ম্যাচে ১৯৪.৩৫ মিনিট গড়ে ৯০ গোল করেছেন। ২০১৮-১৯ মৌসুমে সবচেয়ে সফল ছিলেন তিনি। যেখানে তিনি ১৬ গোল করেছিলেন এবং ১১ গোলে সহায়তা করেছেন। কিন্তু গত তিন মৌসুমে তাঁর সাফল্যের হার মারাত্মকভাবে কমে গেছে। তিনি গোল করা বা সহায়তা করা, দুই ক্ষেত্রেই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ২০১৯-২০ এবং ২০২১-২২ মৌসুমে তিনি শুধুমাত্র একটি গোল করতে পেরেছিলেন যা তাঁর মান অনুসারে বেশ খারাপ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply