Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মার্সেলো-আলভেসকে নিজ ক্লাবে টানছেন রোনালদো




রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি ঘটেছে মার্সেলোর। অন্যদিকে জাভি হার্নান্দেজের পরিকল্পনায় না থাকায় দ্বিতীয় মেয়াদে বার্সেলোনা ছেড়েছেন দানি আলভেস। তাদের পেতে আবার ইউরোপের ক্লাবগুলো নেমেছে প্রতিযোগিতায়। তবে লা লিগা ছেড়ে তাদের কোথাও যেতে হবে না। যদি তারা স্বদেশি বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিওর ক্লাব রিয়াল ভায়াদোলিদে যোগ দেন। তাদের পেতে ইতোমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছেন সাবেক এই রিয়াল তারকা। লা লিগায় ব্রাজিলের ফুটবলারদের আধিপত্য নতুন কিছু নয়। সংখ্যাটা অবশ্য রিয়াল মাদ্রিদে একটু বেশি। ঐতিহাসিকভাবে এই ক্লাবে খেলে যাচ্ছেন ব্রাজিলের একের পর এক তারকা। যেমনটা ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো। খেলোয়াড়ি জীবন ছেড়ে এবার তিনি নাম লিখিয়েছেন ক্লাব সভাপতির খাতায়। যে ক্লাবের নামের সঙ্গে আবার যুক্ত আছে রিয়াল শব্দটা। ২০১৮ সাল থেকে তিনি রিয়াল ভায়াদোলিদের দায়িত্বপালন করে আসছেন। ২০২০-২১ মৌসুমে রেলিগেশনে যাওয়া ক্লাবটি আগামী মৌসুমে আবার খেলবে লা লিগায়। শীর্ষ স্তরের প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে রোনালদো তাই নিজ দেশের দুই ফুলব্যাককে দলে ভেড়াতে চাইছেন। যাদের অধীনে একাধিক শিরোপা জিতেছে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার আগামী মৌসুম শুরু হতে এখনো কয়েক সপ্তাহ বাকি থাকলেও, রোনালদো এখনই তাদের ভিড়িয়ে ক্লাবের শক্তি বাড়াতে চাইছেন। আরও পড়ুন: ৫০ মিলিয়ন খরচে লেভানদোভস্কিকে পাচ্ছে বার্সা এ বিষয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএলএস্পোর্তে জানিয়েছে, দুই কিংবদন্তি ফুলব্যাক মার্সেলো আর দানি আলভেজকে দলে চাইছেন রোনালদো। সূত্রটি আরও জানায়, তাদের যথাযথ সম্মানী দিতে সমস্যা নেই ক্লাবের। পূর্বের ক্লাবের সঙ্গে চুক্তি না থাকায় ৩৯ বছর বয়সী আলভেজ ও ৩৪ বছর বয়সী মার্সেলোর জন্য দলবদল বাবদ কোনো ফি দিতে হবে না ভায়াদোলিদকে। যদিও তাদেরকে অন্তর্ভুক্ত করার বিষয়টি সহজ না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply