Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নজিরবিহীন রেল ধর্মঘটের মুখোমুখি যুক্তরাজ্য




নজিরবিহীন ধর্মঘটে অচল হয়ে পড়ে যুক্তরাজ্যের রেল ব্যবস্থা। বেতন বৃদ্ধি, চাকরির নিশ্চয়তাসহ বেশ কয়েকটি দাবিতে কাজ বন্ধ করে প্ল্যাটফর্মে অবস্থান নেয় অন্তত ৪০ হাজার রেলকর্মী। বলা হচ্ছে, গেলো ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘটের মুখোমুখি হয়েছে দেশটি। খবর রয়টার্সের। মঙ্গলবার (২১ জুন) বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকেই কাজ বন্ধ করে দেয় দেশটির ৪০ হাজার রেলকর্মী। তাতে পুরো একদিন অচল ছিল যুক্তরাজ্যের রেল যোগাযোগ। আর চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। অনেকেই যেতে পারেননি কর্মস্থলে। গোটা যুক্তরাজ্যে এদিন ৮০ শতাংশ ট্রেন সেবাই বন্ধ ছিল। কর্মস্থলে যেতে বাধ্য হয়ে অনেকে সাইকেল নিয়েই নেমে পড়েন রাস্তায়। এক নারী ভুক্তভোগী বলেন, আমি হাসপাতালে সার্জারির কাজ করি। চাইলেই সার্জারি বাতিল করা যায় না। তাদের ধর্মঘটের কারণে আমাদের কাজে যেতে সমস্যা হচ্ছে। কিন্তু তারা যদি ধর্মঘট করার সিদ্ধান্ত নেয় আমাদের তো কিছু করার নেই। আরও বলেন, তাদের এটা করা উচিৎ হচ্ছে না। আমি বুঝতে পারছি তারা কেন ধর্মঘট করছে। কিন্তু রেলকর্মীদের বেতন বাড়ালে ডাক্তার নার্সসহ অন্যদেরও বাড়াতে হবে। সেক্ষত্রে দেশ আরও বেশি সংকটে পড়তে পারে। তবে, এখনই শেষ হচ্ছে না সাধারণ মানুষের ভোগান্তি। দাবি না মানলে আগামী বৃহস্পতি ও শনিবারও ধর্মঘটের পরিকল্পনা করছে রেলকর্মীরা। করোনার প্রকোপ, রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে যুক্তরাজ্য। মূদ্রাস্ফীতি, নিত্যপণ্যের আকাশচুম্বী দাম আর বেকারত্ব সমস্যায় চাপে রয়েছে বরিস জনসনের সরকার। রেলকর্মীদের এ ধর্মঘটের কারণে দেখা দিয়েছে নতুন সংকটের শঙ্কা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply