Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরে চলছে অবাধে পাখি শিকার




মেহেরপুরে চলছে অবাধে পাখি শিকার

মেহেরপুরে অবাধে চলছে পাখি শিকার। জেলার বড় বড় বিল ও বিভিন্ন জলাশয় এবং এর আশপাশের এলাকা থেকে একশ্রেণীর অর্থলোভী শিকারি বক, পানকৌড়ি, ঘুঘু শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি নিধন করে চলেছেন। জানা যায়, গত রোববার মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার আতিক হোসেন নামের এক যুবককে একটি বিলপাড়ের গাছে আশ্রয় নেওয়া বড় প্রজাতির শামুকখোল পাখি শিকার করতে দেখা যায়। পরে সে পাখিটি শহরে বিক্রি করে। পাখি শিকারি আতিক জানান, তিনি কোন ফাঁদ ছাড়া পাখিটি ধরেছেন। ঝঁঝাঁ গ্রামের বিলপাড়ের গাছগুলোতে শতশত শামুকখোল আশ্রয় নিয়ে আছে। শীতে কাবু হয়ে পড়া এসব পাখি অনেকেই অবাধে ধরে নিয়ে যাচ্ছে। এর আগেও তিনি শীতে কাবু হওয়া কয়েকটি শামুকখোল পাখি ধরেছেন। পরিবেশবাদী সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলার স্থানীয় শিকারিরা অবাধে পাখি ও প্রাণী শিকার করে স্থানীয় বাজারে বিক্রি করে চলেছেন। শিকারিরা জালসহ বিভিন্ন রকমের ফাঁদ পেতে এবং নানা কৌশলে পাখি ও প্রাণী শিকার করেন। পাখি প্রেমিক কিচির মিচির সংগঠনের উপদেষ্টা সদানন্দ মণ্ডল জানান, পাখি শিকারিদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা না নেওয়াতে যেমন পাখি শিকারির সংখ্যা বাড়ছে তেমনি পাখি সংকটে পরিবেশের বিপর্যয় বেড়েই চলেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply