SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ‘শাকিরা-পিকে’ দম্পতির সম্পর্ক শুধু ঘরেই সীমাবদ্ধ ছিল!
শাকিরা-পিকে দম্পতির কাছে আসার গল্প এখন অতীত। তবে বিচ্ছেদ হলেও দুজনের সম্পর্ক এখনও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। গণমাধ্যমও তুলে আনছে সেলিব্রেটি এ দম্পতির সম্পর্কের নানা অজানা দিক। কিছু কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, দুজন দীর্ঘ সময় একসঙ্গে থাকলেও তাদের কেমিস্ট্রি খুব একটা ভালো ছিল না। যার কারণে কলম্বিয়ান পপ তারকা এবং বার্সেলোনার তারকা ফুটবলার এই সম্পর্ক নিয়ে ভুগছিলেন। টেলিভিশন ব্যক্তিত্ব কারমেন লমানা 'ইয়া এস মেদিওদিয়া' নামের অনুষ্ঠানে এই বিচ্ছেদকে 'আসন্ন' বলে মন্তব্য করেছেন। লমানা বলেন, দুজনের অনেক সমস্যা ছিল এবং এটা এই দম্পতিকে ভুগিয়েছে।' লমানা এরপর দিয়েছেন চাঞ্চল্যকর এক তথ্য। তিনি সেই অনুষ্ঠানে জানান, শাকিরা-পিকে দম্পতি এক সঙ্গে বাস করত না এবং তারা শুধু একটা জায়গাতেই স্বাছন্দ্য খুঁজে পেয়েছিল -বিছানা! এই টেলিভিশন ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জানান, 'তারা এটা বলে যে, পিকে ও শাকিরাকে সবচেয়ে ভালো পাওয়া যেত বিছানায়।' তিনি যোগ করেন, 'একজন ফুটবলারকে বিয়ে করা খুব একটা সহজ নয়। খুব বড় ফুটবলারকে বিয়ে করা নারীদের অনেকগুলো দৃষ্টান্ত আছে, তারা আপনাকে এটাই বলবে যে, তারা ভাবে তারাই (ফুটবলাররা) ঈশ্বর।' আরও পড়ুন:পিকে’র সঙ্গে শাকিরার বিচ্ছেদ শাকিরা-পিকে দম্পতি সম্প্রতি একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রদানের মাধ্যমে দুজনের ১২ বছরের সম্পর্কের ইতি ঘটান। এই বিচ্ছেদের পর থেকেই কারণ হিসেবে অনেক প্রতিবেদন ও গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত এক দশকে শাকিরা-পিকে দম্পতিকে গণমাধ্যমে অন্যতম সফল দম্পতি হিসেবে দেখানো হতো। মূলত জেরার্ড পিকের অবিশ্বস্ততা ও গোপন সম্পর্ক শাকিরার সঙ্গে তার বিচ্ছেদকে উসকে দিয়েছে। এর আগে গত সপ্তাহে এই ফুটবলারকে তার ব্যাচেলর অ্যাপার্টমেনটে রাত যাপন করতে দেখা গেছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সংগীত ‘ওয়াকা ওয়াকা’ রেকর্ডিংয়ের সময় দুজনের সাক্ষাত হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে মোড় নেয়। বিয়ে না করলেও এক ছাদের নিচেই বাস করছিলেন তারা। তাদের এ সংসারে মিলান ও সাশা নামে দুটি সন্তানও আছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply