SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » নগ্ন ২২ বছরের মহিলা ফুটবলার, লক্ষ্য ফুটবল বিশ্বকাপের আকর্ষণ বাড়ানো
নগ্ন ২২ বছরের মহিলা ফুটবলার, লক্ষ্য ফুটবল বিশ্বকাপের আকর্ষণ বাড়ানো বিশ্বকাপ ফুটবলের আকর্ষণ বাড়াতে হবে। সেই লক্ষ্যে প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিনের জন্য নগ্ন হন পাঁচ মহিলা ফুটবলার।

মেয়েদের বিশ্বকাপের আকর্ষণ বাড়াতে হবে। ২০১১ সালে সেই লক্ষ্যেই জার্মানির মহিলা ফুটবলাররা একটি প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিনের জন্য নগ্ন হন। সে বছর ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল জার্মানি। সেই বিশ্বকাপের আয়োজন বাড়াতেই এমন অভিনব পদ্ধতি নিয়েছিলেন ফুটবলাররা। জার্মানির সেই মহিলা ফুটবলারদের মধ্যে ছিলেন জুলিয়া সিমিচ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের সে সময় বয়স ছিল ২২ বছর। সেই সময় তাঁকে বায়ার্ন মিউনিখ সই করাতে পারে বলে শোনা গিয়েছিল। মিডফিল্ডে খেলা এই ফুটবলার পোশাক খুলে ক্যামেরার সামনে দাঁড়ান মেয়েদের ফুটবল বিশ্বকাপের প্রচার বাড়াতে। তাঁর সঙ্গে ছিলেন সেলিনা ওয়েগনার, ক্রিস্টিনা গেসাট, আনিকা ডপলার এবং ইভানা রুডেলিচ। জার্মানি দলের মোট পাঁচজন ফুটবলার নগ্ন হয়ে ছবি তুলেছিলেন। তাঁদের এই ধরনের ছবি তোলার খবর যদিও ফুটবলারদের ক্লাব অথবা জার্মানির ফুটবল সংস্থা জানত না। এই ছবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে গেসাট সেই সময় বলেছিলেন, “ওই ছবিগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম মেয়ে ফুটবলার মানেই তারা কাঠখট্টা নয়।” দুর্ঘটনায় ছেলের মৃত্যু, তাঁর বান্ধবীর সঙ্গেই সম্পর্ক ফুটবলারের! বিতর্কে ‘শ্বশুরমশাই’ সেই ছবি যদিও ওই বিশ্বকাপে জার্মানির ফুটবল ভাগ্যে কোনও আলো দেখাতে পারেনি। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় জার্মানি।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply