Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নারীদের প্রস্তুতির জন্য বাফুফেকে সহযোগিতার আশ্বাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী




নারীদের প্রস্তুতির জন্য বাফুফেকে সহযোগিতার আশ্বাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী দীর্ঘদিনের পরিশ্রমের ফসল মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জয়। সাফের আগে নারীদের পর্যাপ্ত প্রস্তুতির জন্য বাফুফেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া কমলাপুরে নতুন টার্ফ বসানোর ব্যাপারেও জানান প্রতিমন্ত্রী। এদিকে, নারী দলের এমন সাফল্যে তাদের পুরস্কৃত করার ব্যাপারে আশ্বাস দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

দেশের ফুটবলে অনেকখানি জায়গা দখল করে আছে নারী ফুটবল। বয়সভিত্তিক থেকে শুরু করে নারীদের অর্জনের পাল্লাটা বেশ ভারী। দেশের মাটি থেকে শুরু করে বিদেশেও থেমে নেই লাল-সবুজদের সাফল্য। এবার আরও একটি অর্জন যুক্ত হলো নারী ফুটবলের সাফল্যের খাতায়। আরও পড়ুন: গোলশূন্য ড্রয়ে ফ্রেন্ডলি সিরিজ বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং-এ ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জয় করে বাংলাদেশের নারীরা আরও একবার প্রমাণ করল নিজেদের। দীর্ঘদিন পরিশ্রমের ফসল এ অর্জন বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রাসেল বলেন, ‘সামগ্রিক পরিশ্রমের ফসল আজ আমরা পেয়েছি। এর আগেও অনূর্ধ্ব-১৮ ও ১৯ চ্যাম্পিয়ন্স হয়েছি আমরা। আন্তর্জাতিক ম্যাচেও আমরা ভালো খেলেছি। ভবিষ্যতেও এই টিমটা ভালো করবে।’ সাফ মিশন সামনে রেখে এতদিন কমলাপুরের টার্ফেই নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু সাফের লড়াইটা ঘাসের মাঠে। তার আগে পর্যাপ্ত প্রস্তুতি দরকার নারী দলের। এ ব্যাপারে বাফুফেকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ ছাড়া কমলাপুরে নতুন টার্ফ বসানোর ব্যাপারেও ইঙ্গিত দেন। জাহিদ আহসান বলেন, ‘আমাদের আরও অনেক স্টেডিয়াম আছে, যা আমরা ব্যবহার করতে পারি। যদি বাফুফে আমাদের কোনো স্টেডিয়াম দীর্ঘদিনের জন্য ব্যবহার করতে চায়, তবে নিশ্চয়ই তা আমরা ব্যবস্থা করব। যদি আন্তর্জাতিক ম্যাচের জন্য বাফুফে কোনো জেলা স্টেডিয়াম চায়, তাহলে তা আমরা ব্যবস্থা করব। আর নতুন টার্ফ বসিয়ে যেন খেলোয়াড়দের খেলানো যায়, তা-ও আমরা চিন্তা করছি।’ এদিকে, মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের এ সিরিজ জয়ে নারী দলকে পুরস্কৃত করা হবে বলে আশ্বাস দেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা ফুটবলকে অনেক ভালোবাসেন। এর আগেও অনেকবার মেয়েদের পুরস্কৃত করেছেন এবং আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী আবারও তাদের পুরস্কৃত করবেন।’ আরও পড়ুন: পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন সাবিনা নিঃসন্দেহে মালয়েশিয়ার বিপক্ষে এ সিরিজ জয় সাফের আগে বাংলাদেশকে আরও বেশি আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply