Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হ্যালান্ডের সঙ্গে চুক্তি ম্যানসিটির




কথা আগেই পাকাপোক্ত হয়ে গিয়েছিল। বাকি ছিল কাগজে তার স্বাক্ষর। তাও আজ করে ফেললেন বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান তারকা আর্লিং হ্যালান্ড। সোমবার (১৩ জুন) হ্যালান্ডকে চুক্তি সম্পন্ন করার ব্যাপারটা নিজ ওয়েবসাইডেই জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। পাঁচ বছরের জন্য সিটির সঙ্গে চুক্তি করলেন হ্যালান্ড। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত মাসে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহী হলেও শেষ পর্যন্ত হ্যালান্ড বেছে নিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নদের। হ্যালান্ডের সঙ্গে ম্যানসিটির সম্পর্ক ক্লাবে যোগ দেওয়ার আগে থেকেই। তার পিতা আলফি-ইং হ্যালান্ডও ছিলেন একজন ফুটবলার। আরও পড়ুন: বর্ষসেরা প্রিমিয়ার লিগ একাদশে রোনালদো-সালাহ, জায়গা হয়নি সনের গত মাসে হ্যালান্ডের সঙ্গে সিটি কথা পাকাপাকি করে রেখেছিলো। মৌসুম শেষে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। সেই কথা পূরণ হল আজ। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ৬০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের বিনিময়ে দলে ভেড়ায় সিটি। ডর্টমুন্ডে চুক্তির পর গোলের বন্যা বইয়ে দিয়েছেন হ্যালান্ড। ডর্টমুন্ডে প্রথম মৌসুমেই ৪১ ম্যাচে করেছেন ৪১ গোল। শেষ পর্যন্ত তিন মৌসুম ডর্টমুন্ডে কাটিয়ে ৬৭ ম্যাচে ৬২ গোল করেন তিনি। ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি জাতীয় দলের হয়েও অসাধারণ ফর্মে আছেন হ্যালান্ড। এখন পর্যন্ত ২১ আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ২০ গোল। বেশ অনেক বছর ধরেই হ্যালান্ডের দিকে নজর ছিল সিটির। অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গে যখন হ্যালান্ড খেলতেন, তখন থেকে তাকে নজরে রেখেছিল ম্যানচেস্টার সিটি, এমনটাই বলেছেন ম্যানচেস্টার সিটির ফুটবল ডাইরেক্টর বেগিরিস্টিন। এদিকে সিটিতে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হ্যালান্ড। সিটির সঙ্গে চুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটি আমার এবং আমার পরিবারের জন্য একটি গর্বের দিন। আমি সবসময় সিটির খেলা দেখেছি এবং সাম্প্রতিক সময়ে তাদের খেলার ধরন আমি পছন্দ করেছি। আপনি তাদের খেলার স্টাইলকে প্রশংসা না করে থাকতে পারবেন না।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply