সিরিয়ায় অভিযান চালিয়ে আইএস নেতাকে আটক করল যুক্তরাষ্ট্র মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী উত্তর সিরিয়ায় বুধবার (১৫ জুন) রাতে এক অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) এক সিনিয়র নেতাকে আটক করেছে। খবর বিবিসি।
মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তির বোমা তৈরিতে বিশেষ অভিজ্ঞতা আছে এবং ইসলামিক স্টেটের বিভিন্ন হামলার কাজে তিনি সহযোগিতা করে থাকেন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমে এই ব্যক্তির নাম হানি আহমেদ আল-কুর্দি বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি হেলিকপ্টারে করে সৈন্যদেরকে আল-হামাইরা গ্রামে নামানো হয়, যেটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো প্রদেশের তুর্কি সীমান্তের কাছে অবস্থিত। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানায়, সৈন্যদের সেখানে নামানোর পর গ্রামবাসীদের সঙ্গে তাদের অন্তত সাত মিনিট ধরে সংঘর্ষ চলে। এরপর ওই সেনাদল পূর্ব আলেপ্পোর কোবানি অঞ্চলে একটি ঘাঁটিতে গিয়ে নামে। অঞ্চলটি নিয়ন্ত্রণ করে তুরস্কের সমর্থনপুষ্ট একটি বিদ্রোহী গোষ্ঠী। আরও পড়ুন: ইসরাইলের হামলার পর সিরিয়ায় বিমান চলাচল বন্ধ সেখানকার একজন বাসিন্দা জানান, সৈন্যরা গ্রামের একপ্রান্তে একটি বাড়িতে হানা দেয়, যেখানে তাদের ধারণা আলেপ্পোর কিছু মানুষ থাকতো। তিনি আরও বলেন, হেলিকপ্টার চলে যাওয়ার পর আমরা বাড়িটার দিকে এগিয়ে যাই এবং দেখতে পাই সেখানে মহিলাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং শিশুরা খোলা মাঠে। ওরা এক পুরুষকে তাদের সাথে নিয়ে গেছে, তবে অন্য পুরুষরা কোথায়, সেটা আমরা জানি না। আমরা যখন মহিলাদের বাঁধন খুলে দেই, তারা বলেছে, ফওয়াজ নামের এক ব্যক্তিকে ওরা নিয়ে গেছে। অভিযান শেষে জোট বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের খুঁটিনাটি খুবই সতর্কতার সাথে পরিকল্পনা করা হয়েছে যাতে করে কোনো বেসামরিক মানুষের ক্ষতি না হয়, যে কোনো ধরনের অপ্রয়োজনীয় প্রাণহানি এড়ানো যায়। এই অভিযান সফল হয়েছে। কোনো বেসামরিক মানুষের কোনো ক্ষতি হয়নি, কোয়ালিশন বাহিনীরও কেউ আহত হয়নি। আমাদের এয়ারক্রাফট বা সম্পদেরও কোনো ক্ষতি হয়নি। আরও পড়ুন: সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শিগগিরই ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, আটক ইসলামিক স্টেট নেতার নাম আহমেদ কুর্দি এবং তিনি ওয়ালি নামেও পরিচিত। তাকে রাকার গভর্নরও বলা হয়। ইসলামিক স্টেট যখন ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে তাদের খেলাফত ঘোষণা করে, তখন আলেপ্পোর পূর্বদিকের শহর রাকা ছিল কার্যত তাদের খেলাফতের রাজধানী। এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী একই ধরনের এক অভিযান চালিয়েছিল বিরোধী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে। ঐ অভিযানের সময় ইসলামিক স্টেটের তৎকালীন সর্বময় নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিহত হন।Slider
বিশ্ব
জাতীয়
রাজনীতি
খেলাধুলা
বিনোদন
ফিচার
যাবতীয় খবর
জিওগ্রাফিক্যাল
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: