Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » স্বামীর বিচ্ছেদ হয়েছে, মেয়ের বাবার নয়, এই দিনটা শুধুই শিলাদিত্যর: শ্রীলেখা




স্বামীর বিচ্ছেদ হয়েছে, মেয়ের বাবার নয়, এই দিনটা শুধুই শিলাদিত্যর: শ্রীলেখা বিচ্ছেদের পরেও মেয়েকে বড় করার ক্ষেত্রে এখনও এক শ্রীলেখা ও তাঁর প্রাক্তন। পিতৃদিবসে দূরে থেকেও কাছে থাকা এক বাবার গল্প শোনালেন শ্রীলেখা। পিতৃদিবস। এই দিনটা কি শুধুই সাধারণ বাবাদের? নাকি সেই বাবাদেরও, যাঁরা বিবাহবিচ্ছেদের পরেও আগের মতোই আগলে রাখেন সন্তানকে? টলিপাড়ার একলা মা শ্রীলেখা মিত্র শোনালেন তেমনই এক বাবার গল্প। প্রাক্তন স্বামী

শিলাদিত্যর সঙ্গে হাত মিলিয়ে মেয়েকে বড় করার কাহিনি। প্রায় ১০ বছর হল স্বামী শিলাদিত্যর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে। মেয়ের দায়িত্ব কি শ্রীলেখার একার কাঁধেই? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, “না, একদমই নয়। শিলাদিত্য হল সব থেকে ভাল বাবা। আজকের দিনটা শুধুই শিলাদিত্যর। আমি কোনও দিনই একা মাইয়াকে বড় করিনি। ২০১৩-এ আমাদের আইনি বিচ্ছেদ হয়। তার আগের প্রায় দেড় বছর আলাদা থাকতাম। কোনও দিন মেয়েকে নিয়ে টানাটানি করিনি। সন্তানকে বড় করছি আমরা একসঙ্গেই।’’ শ্রীলেখা জানান, ছোট থেকেই খুব বুঝদার তাঁর মেয়ে। বাবা-মায়ের আলাদা থাকা নিয়ে কোনও দিন কান্নাকাটিও করেনি। বাবা-মায়ের আলাদা থাকাটাকে নিজের মতো করেই মানতে শিখেছে মাইয়া। তাঁর কথায়, ‘‘কোনও দিন ওকে দেখিনি মনখারাপ করেছে, বা বলেছে কেন মা-বাবা একসঙ্গে থাকে না। নিজের মনে মনে যদি কষ্ট পেয়েও থাকে, নিজের মতো বুঝিয়েছে নিজেকে।’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply