Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » হঠাৎ প্রশ্ন আইপিএলে! মুম্বই মালিক অম্বানীর কাছেই ডিজিটাল স্বত্ব! স্বার্থের সঙ্ঘাত?




হঠাৎ প্রশ্ন আইপিএলে! মুম্বই মালিক অম্বানীর কাছেই ডিজিটাল স্বত্ব! স্বার্থের সঙ্ঘাত? আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনেছে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে কি স্বার্থের সঙ্ঘাত হয়েছে। আইপিএলেও এ বার উঠেছে স্বার্থের স

ঙ্ঘাতের অভিযোগ। যে সংস্থা প্রতিযোগিতার একটি দলের মালিক, সেই সংস্থাই আবার প্রতিযোগিতা সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। একই সংস্থার এই জোড়া ভূমিকা কি বেআইনি? আইপিএলের মিডিয়া স্বত্ব নিলাম হয়েছে মোট ৪৮,৩৯০ কোটি টাকায়। তার মধ্যে প্রতিযোগিতার ডিজিটাল স্বত্ব ২০,৫০০ কোটি টাকায় কিনেছে ভায়াকম। তারাই প্যাকেজ ‘সি’, অর্থাৎ বাছাই করা ১৮টি ম্যাচের স্বত্ব কিনেছে ৩,২৫৭.৫২ কোটি টাকায়। ১০৫৮ কোটি টাকায় বিদেশের মাটিতে টিভি এবং ডিজিটাল স্বত্ব কিনেছে ভায়াকম এবং টাইমস ইন্টারনেট। ভায়াকম মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা। এই রিলায়েন্স আবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক। প্রতিযোগিতার একটি দলের মালিকের সংস্থার হাতেই প্রতিযোগিতার সম্প্রচারের দায়িত্ব গিয়েছে, এমন ঘটনা আইপিএলে তো বটেই, বিশ্বের কোনও লিগে আগে দেখা যায়নি। এমনকি, আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের মতো শতাব্দী প্রাচীন লিগেও এই ধরনের ঘটনা ঘটেনি। নিলামের পরে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ বিসিসিআইয়ের। বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ নিলামের সাফল্যের কথা তুলে ধরলেও এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply