Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় আইপিএল!




বিশ্বের জনপ্রিয় লিগগুলোর মধ্যে এখন অন্যতম আইপিএল। দর্শক চাহিদার কারণেই রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে আইপিএলের। যা ইতিবাচক বলছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স। এ ছাড়া ভারতের ক্রিকেটের উন্নতিতে আইপিএলের বড় একটা প্রভাব রয়েছে বলে জানালেন কামিন্স। বেশ কদিন ধরেই ক্রিকেটীয় গণমাধ্যমে ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলের সম্প্রচার স্বত্বের নিলাম। এবার রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বলা যায়, বিশ্বের ধনী ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে এখন অন্যতম সংস্থাটি। কারণ আগামী পাঁচ বছর শুধু সম্প্রচার স্বত্ব থেকে ৬.২ বিলিয়ন ডলার আয় করবে বিসিসিআই। স্বাভাবিকভাবেই বাড়বে ভারত ক্রিকেট বোর্ডের আয়। আর এর লভ্যাংশ পাবে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। আরও পড়ুন: রেকর্ড মূল্যে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় বাড়লে লাভবান হবেন ক্রিকেটাররাও। তাই এমন খবরে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, খুশি বিদেশি খেলোয়াড়রাও। এই যেমন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্সের মতে, রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হওয়া ক্রিকেটের জন্য ইতিবাচক। অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স বলেন, এটা খুবই ভালো খবর। আইপিএলের জন্য ভালো হয়েছে আমি বলব। ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে এমন দর্শক বিশ্বে প্রচুর। তাই আমি মনে করি এটা ইতিবাচক দিক। আইপিএলে ২০১৪ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় প্যাট কামিন্সের। এরপর থেকে এখন পর্যন্ত জনপ্রিয় এই ক্রিকেট লিগে খেলেছেন ৪২টি ম্যাচ। কামিন্স জানান, ভারতের ক্রিকেটে বড় একটি প্রভাব রয়েছে আইপিএলের। তৈরি হয়েছে অনেক প্রতিভাবান ক্রিকেটার। আরও পড়ুন: ‘ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি আয় করে আইপিএল’ প্যাট কামিন্স বলেন, আপনি যদি বিগত কয়েক বছর ধরে ভারতের ক্রিকেটের উন্নতি দেখেন তাহলেই বুঝবেন, কীভাবে আইপিএল দেশটির টি-টোয়েন্টি ক্রিকেটে প্রভাব ফেলেছে। কতটা সাহায্য করেছে। আপনারা দেখেছেন, আইপিএলে ভালো খেলে কত তরুণ তরুণ ক্রিকেটার দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের নাম লিখিয়েছে। বিশ্বের নামিদামি লিগগুলোর মধ্যে এনএফএল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের মতো এখন সর্বোচ্চ র‌্যাংকিং আইপিএলের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply