Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মারিওপোলের কাছে এক গ্রামে সন্ধান মিলেছে শতশত কবরের




চারপাশে ফসলি মাঠ, এরমধ্যে সারি সরি কবর। কোনোটিতে নামসহ বিস্তারিত রয়েছে। আবার কোনটিতে রয়েছে শুধুই নম্বর প্লেট। ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের কাছে একটি গ্রামে সন্ধান মিলেছে এ রকম শতশত কবরের। স্থানীয়রা বলছেন, যুদ্ধের ভয়াবহতা আঁচ করতে পেরেই আগাম কবর খুঁড়ে রেখেছিল জেলেনস্কি প্রশাসন। সেখানে মাটি চাপা দেয়া হয়েছে প্রায় হাজার খানেক মরদেহ। যদিও এসব কবরে নিহত রুশ সেনাদের ঠাঁই হয়েছে কিনা তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দা নিকোলে চোমাক বলেন, যুদ্ধ শুরুর সময়ই দেখেছিলাম এখানে ট্রাক্টর দিয়ে কবর খুঁড়তে। ৫টি সারি করা হয়েছে। প্রায় সবগুলোর মধ্যেই দেহাবশেষ রয়েছে। খালিও আছে কয়েকটা। বসতি এলাকার বাইরে এমন দৃশ্য দেখে অবাক বনে গেছেন সেখানকার বাসিন্দারা। নিকোলে চোমাক আরও বলেন, জানি না কেন কবরগুলো আগে থেকেই খুঁড়ে রেখেছিল। হতে পারে মারিওপোলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে এমন শঙ্কা ছিল। নিজ এলাকায় এই দৃশ্য দেখতে হবে কখনও ভাবিনি। গেলো ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন শহরে গণকবরের সন্ধান মিলেছে। সারিসারি মরদেহ মাটি চাপা দেয়া হচ্ছে, এমন দৃশ্যও ধরা পড়েছে গণমাধ্যমের ক্যামেরায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply