Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হুট করে ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ, তবু লিড ১৬২




হুট করে ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ, তবু লিড ১৬২

অ্যান্টিগা টেস্টের প্রথম দিন ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন সকালেও সাবধানী শুরু করে তারা। তবে দ্বিতীয় সেশনের শেষে ও তৃতীয় সেশনের শুরুতে হুট করে ধসে গেছে স্বাগতিকরা। শেষ ৬৮ রানে ৭ উইকেট হারিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১১২.৫ ওভারে ২৬৫ রান তুলে অলআউট হয়েছে। তারা লিড নিয়েছে ১৬২ রানের। দ্বিতীয় সেশনের শেষ দিকে মিরাজ কাইল মায়ার্স (৭) ও জসুয়া ডি সিলভাকে (১)। তৃতীয় সেশনের শুরুতেই তিনি ফেরান আলজারি জোসেপকে। এরপর এবাদত তুলে নেন কেমার রোচকে। পরেই মিরাজ ও খালেদ ফেরান ব্লাকউড (১৩৯ বলে ৬৩) ও জায়ডেন সিলসকে। এর আগে ক্রেগ ব্রাথওয়েট ২৬৮ বল খেলে ৯৪ রানে খালেদ আহমেদের বলে আউট হয়েছেন। জোহান ক্যাম্পবেল ২৪ ও রেইমন রেইফার ১১ রান করেন। বোনার বোল্ড হয়ে ফিরে যান ৯৬ বলে ৩৩ করে। ব্রাথওয়েট চতুর্থ ব্যাটার হিসেবে ১৯৭ রানে আউট হন। পরের ৬৮ রানে ধসে গেছে তারা। প্রথম ইনিংসে মাত্র ১০৩ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ৫১ রান করেন সাকিব আল হাসান। এছাড়া তামিমের ব্যাট থেকে আসে ২৯ রান। লিটন করেন ১২ রান। দলের আর কেউ দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। বরং জয়, শান্ত, মুমিনুল, সোহান, মুস্তাফিজ ও খালেদ শূন্য করে সাজঘরে ফেরেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply