হাসপাতালে সোনিয়া গান্ধি
ভারতের দিল্লির একটির হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধিকে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১২ জুন) তাকে হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
এর আগে, গত ২ জুন কোভিড-১৯ পরীক্ষায় সোনিয়া গান্ধির পজেটিভ ফল আসে। তার আগের দিন ১ জুন মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধি এবং তার ছেলে রাহুল গান্ধিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে।
Tag: English News Featured world

No comments: