Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে দিয়েও নায়ক হতে চান না রেডমাইন




অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে দিয়েও নায়ক হতে চান না রেডমাইন মঙ্গলবার রাতে কাতারের আল-রায়ান স্টেডিয়ামে পেরুকে টাইব্রেকারে হারিয়ে টানা

পঞ্চমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। ২০০৬ সাল থেকে এ নিয়ে অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে টানা পাঁচটি বিশ্বকাপ। বাঁচা-মরার ম্যাচে পেরুর বিপক্ষে জয়ের নায়ক অস্ট্রেলিয়ার গোলরক্ষক অ্যান্ড্রু রেডমাইন, যিনি শুট-আউটে রুখে দেন অ্যালেক্স ভ্যালেরার করা স্পট কিক। এই একটা স্পট কিক রুখে দেওয়ায় শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। দলকে বিশ্বকাপে পৌঁছে দিয়ে ম্যাচ শেষে গোলরক্ষক অ্যান্ড্রু রেডমাইন বলেছেন, ‘আমি কোনো নায়ক নই। আমি এই ম্যাচে অন্য সবার মতো নিজের ভূমিকা পালন করেছি এবং আমি সেটা সফলভাবে করতে পেরেছি।’ নির্দিষ্ট সময় খেলা শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। ১২০ মিনিট খেলা হয়ে গেলেও গোল পায়নি কোনো দল। ওই সময়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথিউ রায়ানের অনুরোধে নামানো হয় রেডমাইনকে। এই জয়টি অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ডের জন্য বাঁচা-মরার ম্যাচ ছিল। এই ম্যাচটা হেরে গেলে তাকে বহিষ্কার করা হত বলেও জানায় অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো। বহিষ্কারের তীব্র চাপ নিয়ে দলকে বের করে আনাটা তার দারুণ সাফল্যও বলা চলে। ম্যাচ শেষে আর্নল্ড বলেছেন, ‘আমার অনেক গর্ব হচ্ছে এই মুহূর্তে। আমি ধন্যবাদ জানাতে চাই খেলোয়াড়, স্টাফ এবং যারা গত চার বছরে আমাদের সঙ্গে ছিল।’ আর্নল্ড আরও বলেছেন, ‘কোভিডের পুরো সময়টা জুড়ে খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফের সকলে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। এমনও দেখা গেছে মাসের পর মাস দূরে থাকতে হয়েছিল পরিবার থেকে। তারই ফল হিসেবে টানা পঞ্চমবার বিশ্বকাপে নিজের দেশের পতাকা উড়ানোর জন্য জাতিকে সুযোগ করে দেওয়া।’ জুনের শুরুতে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে পরাজিত করে পেরুর সঙ্গে লড়াইয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। পেরুকে হারিয়ে বিশ্বকাপে ‘ডি’গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা। উল্লেখ্য, ২০০৬ সালের আসরে অস্ট্রেলিয়া বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply