Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » স্ত্রীর বয়স ৬১, স্বামীর ২৪, মা হতে উদগ্রীব চেরিল




স্ত্রীর বয়স ৬১, স্বামীর ২৪, মা হতে উদগ্রীব চেরিল স্ত্রীর বয়স ৬১, স্বামীর বয়স ২৪। যুক্তরাষ্ট্রের দম্পতি চেরিল ও কোয়ারান ম্যাককেইনের বয়সের ব্যবধান প্রায় ৩৭ বছর। এ বয়সেও মা হতে উদগ্রীব চেরিল। তাদের এ ভালোবাসা ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

ভালোবাসা মানে না জাতি-ধর্ম, বর্ণ বা কোনো ভেদাভেদ। ভালোবাসার কাছে হার মানে বয়স এরকমই এক দম্পতি চেরিল ও ম্যাককেইন। ৬১ বছরের চেরিলকে ভালোবেসে বিয়ে করেছেন চব্বিশ বছরের তরুণ কোয়ারান ম্যাককেইন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এই দম্পতির মধ্যে বয়সের পার্থক্য প্রায় ৩৭ বছর। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তারা। অসমবয়সি বিয়ের কারণে কয়েক দিন আগেই শিরোনামে এসেছিলেন তারা। সম্প্রতি সন্তান নেয়ার ঘোষনায় নতুন করে আলোচনায় আসেন ওই দম্পতি। চেরিল আর ম্যাককেইনের পরিচয় ২০১২ সালে চেরিলের ছেলে ক্রিসের দোকানে কাজ করতে গিয়ে। তখন ম্যাককেইনের বয়স ছিল মাত্র ১৫ বছর। প্রথম পরিচয়েই ভাললাগা। এরপর ভালবাসা। এরপর ২০২১ সালে জুলাই মাসে বিয়ের প্রস্তাব দেন তিনি। আরও পড়ুন: সাইদার টানে মুসলিম হয়ে আমেরিকার যুবক গাজীপুরে চেরিলের রয়েছে সাত সন্তান এবং ১৭ জন নাতি-নাতনি। এরপরও ম্যাককেইনের সন্তানের মা হতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ম্যাককেইন বাবা হতে চান, আর তিনিও চান তার সন্তানের মা হতে। তারা দু'জনে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সারোগেসির মাধ্যমে না কি দত্তক নিয়ে, তা এখনও ঠিক করেননি আলোচিত এই দম্পতি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply