Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুর পুরাতন বাস স্ট্যান্ডে শিশুপার্ক করার জন্য স্থান পরিদর্শন




মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে শিশুপার্ক সহ ওয়াকওয়ে করার লক্ষ্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পুরাতন বাস স্ট্যান্ড পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকালের দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্থান পরিদর্শন করেন। মেহেরপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডকে বাস টার্মিনাল স্থানান্তর করার পর সরকারের পক্ষে ডেপুটি কমিশনার ০.৩৯০০ একর জায়গায় শিশুপার্ক সহ ওয়াকওয়ে করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুুনসুর আলম খান এদিন বিকেলে স্থান পরিদর্শন করেন। জেলা প্রশাসক ঘটনাস্থলে পৌঁছালে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিরা সেখানে অবস্থান করেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত শ্রমিকনেতাসহ অন্যদের সাথে এ বিষয়ে কথা বলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম এসময় বলেন, শহরের খালি জায়গা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মেহেরপুর শহরের শিশুদের মনোরঞ্জন করার জন্য কোন জায়গা খালি নেই। যে কারণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে আলাপ-আলোচনা করে শিশুসহ বৃদ্ধদের হাঁটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন, আহমেদ মোফাচ্ছের প্রমূখ উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply