Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত যারা




মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১ নং ওয়ার্ডে শাহিনুর (সূর্যমুখী ফুল)৩৬২৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।তার নিকটতম ময়না(বক) প্রতীকে ভোট পেয়েছেন ৮৮২ ভোট।২ নং ওয়ার্ডে।আশানুরি(বই)১৬৩২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।তার নিকটতম মেমেদা(তালগাছ) পেয়েছেন ১৪৭৭ ভোট। ৩ নং ওয়ার্ডে আমেনা(মাইক)২২৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।তার নিকট

তম পারভীনা (বই) প্রতিক পেয়েছেন ৭৬৩ ভোট। এদিকে পিরোজপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আনারুল ইসলাম(মোরগ)১০৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।তার নিকটতম শাহজাহান আলী (তালা) প্রতিকে ভোট পেয়েছেন ৫৪৩ ভোট। ২ নাম্বার ওয়ার্ডে কালু মিয়া (টিউবওয়েল) ৬৪২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম কাবুল মন্ডল (ফুটবল)প্রতিকে ভোট পেয়েছেন ৩৬৭ ভোট।৩ নং ওয়ার্ডে রাহিদুল(মোরগ) ৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম লালন বিশ্বাস(ফুটবল) প্রতিকে ভোট পেয়েছেন ৫৬০ ভোট। ৪নং ওয়ার্ডে আদম আলী (টিউবওয়েল) ৮২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম অহিদুর রহমান ডাবলু(ফুটবল) প্রতিকে ভোট পেয়েছেন ৭২৫ ভোট। ৫ নং ওয়ার্ডে ইকবাল এনামুল কবীর (টিউবওয়েল) ১২৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম মেজবাউল হক(মোরগ) প্রতিকে ভোট পেয়েছেন ৫২২ ভোট । এছাড়াও ৬ নং ওয়ার্ডে আসাদুল(ফুটবল) ৮৫৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম আসাদুল হক(মোরগ) প্রতিকে ভোট পেয়েছেন ৭১৫ ভোট।৭ নং ওয়ার্ডে ইস্কান্দার(মোরগ) ৭৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম আরজান (তালা) প্রতিকে ভোট পেয়েছেন ৫১১ ভোট। ৮ নং ওয়ার্ডে আনোয়ারুল (ফুটবল)১০২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম জিয়ারুল(মোরগ) প্রতিকে ভোট পেয়েছেন ৩৮৮ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে আজিজুল(ফুটবল) ৩৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম আলমগীর(ভ্যান গাড়ি) প্রতিকে ভোট পেয়েছেন ৩৫৫ ভোট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply