Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লেভানদোভস্কি উত্তর যুগের প্রথম শিরোপা বায়ার্নের, মানের অভিষেক গোল




লেভানদোভস্কি উত্তর যুগের প্রথম শিরোপা বায়ার্নের, মানের অভিষেক গোল সাবেক দল লিভারপুলের কমিউনিটি শিল্ড জয়ের দিনেই নতুন দল বায়ার্ন মিউনিখের হয়ে শিরোপা উৎসব করলেন সেনেগালের উইঙ্গার সাদিও মানে। জার্মান সুপার কাপের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে লাইপজিগের বিরুদ্ধে দারুণ এক জয়ে

মৌসুমের প্রথম শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। নতুন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অভিষেকেই গোলের দেখা পেয়েছেন লিভারপুলের সাবেক তারকা। জার্মান সুপার কাপের ম্যাচে লাইপজিগকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের পক্ষে জামাল মুসলিয়া, মানে, সার্জ গ্যানাব্রি, বেঞ্জামিন পাভার্দ ও লেরয় সানে। রবার্ট লেভানদোভস্কি দল ছেড়ে যাওয়ার পর এটাই ব্যাভেরিয়ান জায়ান্টদের প্রথম শিরোপা। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ও ঘরোয়া জার্মান লিগ কাপ জয়ী দলের মধ্যে প্রতি মৌসুমের শুরুতে হয়ে থাকে এই সুপার কাপের লড়াই। গত মৌসুমে জার্মান কাপ জয়ের মাধ্যমে এই আসরে খেলার সুযোগ পায় লাইপজিগ। এটিই ছিল তাদের প্রথম কোন মেজর শিরোপা জয়ের ঘটনা। আরও পড়ুন:ম্যানসিটিকে হারিয়ে প্রতিশোধ লিভারপুলের লাইপজিগের মাঠ রেডবুল অ্যারেনায় শনিবার (৩০ জুলাই) ম্যাচের চতুর্দশ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন টিনএজ মিডফল্ডার জামাল মুসলিয়া। কর্নার থেকে আসা বল ঠিকমত ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিচু শটে গোলরক্ষকে পরাস্ত করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। বায়ার্ন ব্যবধান দ্বিগুণ করে মানের অভিষেক গোলে। ৩১ মিনিটে গ্যানাব্রির পাসে ছয় গজ বক্সের মুখে বাঁ পায়ের শটে বল জালে পাঠান এই গ্রীষ্মে লিভারপুল থেকে বায়ার্নে আসা সেনেগালিজ উইঙ্গার। এই ম্যাচে আরও দুবার বল জালে পাঠিয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে সে গোল দুটি বাতিল করে দেন রেফারি। বিরতির ঠিক আগে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের তৃতীয় গোল এনে দেন পাভার্দ। মুসলিয়ার পাস থেকে তিনি গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল লাইপজিগ। ৫৯ মিনিটে ব্যবধান কমান হালস্টেনবার্গ। তবে পাঁচ মিনিট পর ফের ব্যবধান তিনে নেন বায়ার্নের উইঙ্গার গ্যানাব্রি। এরপর দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে লাইপজিগ। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লাইপজিগের ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুনকু। নির্ধারিত সময়ের এক মিনিট বাজকি থাকতে গোলের দেখা পান স্প্যানিশ ফরোয়ার্ড ড্যানি ওলমো। ম্যাচে তখন টানটান উত্তেজনা। ম্যাচে ফিরতে মরিয়া লাইপজিগ। আরও পড়ুন:জার্মান সুপার কাপের ফাইনালে রাতে নামছে বায়ার্ন-লাইপজিগ তবে বায়ার্নের কফিনে শেষ পেরেকটা ঠুকেন লেরয় সানে। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করেন এই জার্মান উইঙ্গার। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ব্যাভেরিয়ানরা। দলের গোলমেশিন লেভানদোভস্কি এই গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দেওয়ার পর এদিন প্রথম কোন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে খেলতে নামে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন দলটা। বড় জয়ে নতুন যুগের শুরুটা ভালোই হলো তাদের। এ নিয়ে রেকর্ড দশটি সুপার কাপ শিরোপা জিতল বায়ার্ন , এর মধ্যে এটি টানা তৃতীয়। শেষ সাত মৌসুমে ছয়বার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply