Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রাহুল ও দুর্নিবারের সঙ্গে সম্পর্ক বইছে কোন খাতে? অবশেষে মুখ খুললেন ঐন্দ্রিলা




রাহুল ও দুর্নিবারের সঙ্গে সম্পর্ক বইছে কোন খাতে? অবশেষে মুখ খুললেন ঐন্দ্রিলা সম্পর্কের ভাঙা-গড়া নিয়ে এই প্রথম মুখ খুলেন ঐন্দ্রিলা সেন। রাহুল দেব বসুর সঙ্গে সম্পর্ক ভাঙায় দুর্নিবার সাহাকে দায়ী করতে রাজি নন তিনি।

গায়ক দুর্নিবার সাহার দাম্পত্যে সমস্যা এবং বিয়ে ভাঙার মুখে— এ নিয়ে খবর প্রথম দিয়েছিল আনন্দবাজার অনলাইন। রটনা ছিল, ঐন্দ্রিলা সেনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার। তারই জেরে ভাঙছে বিয়ে। অপর দিকে, ঐন্দ্রিলার সঙ্গে অভিনেতা রাহুল দেব বসুর প্রেম ভাঙার দায় গিয়ে পড়েছিল দুর্নিবারের কাঁধে। রবিবার সাতসকালে দুর্নিবার এবং ঐন্দ্রিলা এ বার প্রকাশ্যেই একে অপরকে বলেছেন, ‘‘ভালবাসি।’’ এত দিন পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে চুপ ছিলেন ঐন্দ্রিলা নিজে। এই প্রথম অকপটে নিজের অবস্থান নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন আনন্দবাজার অনলাইনের কাছে। ঐন্দ্রিলার কথায়, ‘‘দুর্নিবারকে ভালবাসি কি না, তা নিয়ে তো অনেক খবর হয়েছে। নতুন করে আর কী বলব? আমার পোস্টে যাঁরা মন্তব্য করেছেন, আমি তাঁদের সবাইকেই ভালবাসি।’’ তাঁদের প্রেমে ত্রিকোণ খুঁজতে চারপাশ তোলপাড়। সে কারণেই কি এই পোস্ট? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজারের ব্যাখ্যা, ‘‘এই ধরনের একটা পোস্ট করার কারণ কিছু খবর। যেখানে আমাকে তুলে ধরা হয়েছে অন্য ভাবে। টেনে আনা হয়েছে আমার পুরনো সম্পর্কও। সে সব খবরে কোথাও আমার কোনও মন্তব্য সেখানে ছিল না। আজ তাই আমি সবটা খোলাখুলি বলতে চাই। রাহুলের সঙ্গে কেন সম্পর্কে নেই, সেটা তো আমার আর রাহুলের চেয়ে ভাল আর কেউ জানে না।’’কিন্তু কেন ভেঙে গেল তাঁর সম্পর্ক? দুর্নিবার কি সত্যিই এর নেপথ্যে? ঐন্দ্রিলার সাফ জবাব, ‘‘আমাদের সম্পর্ক কেন ভেঙেছে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে চাই, এই সম্পর্ক ভাঙার পিছনে দুর্নিবারের কোনও ভূমিকা নেই। যখন আমরা বুঝতে পারি সম্পর্কটাকে আর ধরে রাখা যাচ্ছে না, তখন দুর্নিবার কোথাও ছিল না। দুর্নিবার যখন আমার জীবনে আসে, তখন রাহুল কেন, কেউ ছিল না।’’ ঐন্দ্রিলা জানান, গত পুজোয় রাহুলের জন্মদিনের সময় থেকে তাঁদের সম্পর্কের শুরু। তাতে দাঁড়ি পড়েছে কিছু দিন আগে। তবে তাঁর দাবি, রাহুল এখনও তাঁর খুব কাছের, খুব প্রিয় এক জন মানুষ এবং অবশ্যই ভীষণ পছন্দের অভিনেতা। তাঁর কথায়, ‘‘আমার জীবনে দশটা সম্পর্ক থাকতে পারে, প্রত্যেকটা সম্পর্কের জায়গা আলাদা। রাহুলও এখনও সেই জায়গাতেই আছে, যেখানে ও শুরু করেছিল। ও এখনও আমার খুব ভাল বন্ধু।’’আর দুর্নিবার? তাঁর সঙ্গে কেমন সম্পর্ক?আবারও ঐন্দ্রিলার স্পষ্ট উত্তর, ‘‘দুর্নিবারও খুব ভাল বন্ধু। আমি আবার বলছি, দুর্নিবারকে আমি খুব ভালবাসি। এই সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে এগোবে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমার সঙ্গে রাহুলের সঙ্গে বিচ্ছেদে দুর্নিবারের কোনও যোগ নেই । কেউ যখন সম্পর্ক থেকে চলে যায়, তখন সেই জায়গাটা ফাঁকাই থেকে যায়। রাহুলের জায়গায় রাহুল আছে। দুর্নিবারের জায়গায় দুর্নিবার। আমি পুরনো অভাব ভুলতে নতুন সম্পর্কে জড়াই না।’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply