Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গোল পেয়েছেন এমবাপে, দারুণ ছন্দে মেসি-নেইমার




আগের ম্যাচে গোলবঞ্চিত কাইলিয়ান এমবাপে আজ গোল পেলেন প্রথমার্ধেই। তবে সেদিন দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিকে নামানো হল ম্যাচের ৫৯তম মিনিটে। কাইলিয়ান এমবাপের বদলি হিসেবে একই সময়ে মাঠে নেমেছেন নেইমারও। মাঠে নেমেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে শক্তভাবে চেপে ধরেন এই তারকাযুগল। কয়েকবার দারুণ শট নিয়ে স্কোরশিটে নাম লেখাতে পারেননি মেসি। তবে ম্যাচের শেষ গোলে বল যোগানদাতার ভূমিকা পালন করেছেন নেইমার। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে শনিবার জাপানিজ ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হয়েছে মেসি-নেইমারদের পিএসজি। সাইতামা স্টেডিয়ামের ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগ ওয়ান জায়ান্টরা। Reneta June ঘরের মাঠের ম্যাচে শুরু থেকেই অতিথিদের চাপে রাখে উরাওয়া। চতুর্থ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। ২ মিনিট পর উরাওয়া ফরোয়ার্ড ইকোর নেয়া দুর্দান্ত এক শট ফিরিয়ে দেন ডোনারুমা। বিজ্ঞাপন সময় গড়াতে শুরু করলে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক শটে অতিথিদের লিড এনে দেন পাবলো সারাবিয়া। ৩৫ তম মিনিটে লিড দ্বিগুণ করেন এমবাপে। প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে উরাওয়া। কিন্তু ডোনারুমার দেয়াল ভাঙতে পারেননি ফরোয়ার্ড লাইনের কেউই। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে নেইমারের বাড়ানো বল গোলমুখে ক্রস করেন দিনা এবিম্পে। সেখান থেকে লক্ষ্যভেদ করতে অবশ্য ভুল করেননি কালিমুয়েন্দো। ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন ক্রিস্টোফে গালতিয়েরের শিষ্যরা। পিএসজির জয়ের দিনে হতাশ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। অস্ট্রেলিয়ার ওপ্টাস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের শিষ্যরা। ম্যাটি ক্যাশের আত্মঘাতী ও জাদোন সানচোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। তবে বিপত্তি ঘটে দ্বিতীয়ার্ধে। ৪৯তম মিনিটে অ্যান্টন ভিলার হয়ে লক্ষ্যভেদ করেন লিওন বেইলি। খেলা তখন একদম শেষ মুহূর্তে। রেফারির শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে দ্বিতীয় গোলটিও পরিশোধ করে ফেলে ভিলা। অতিরিক্ত সময়ে গোলটি আসে ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের পা থেকে। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় টেন হাগের শিষ্যদের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply