Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নিউইয়র্কে ঈদের জামাত কখন-কোথায়




যুক্তরাষ্ট্রসহ সারা উত্তর আমেরিকায় আগামী ৯ জুলাই (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ২০২০ ও ২০২১ সালে করোনাজনিত কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের কারণে যথাবিহিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসে ঈদ উদ্‌যাপিত হতে পারেনি। করোনা ভাইরাসজনিত মহামারি ব্যাপকভাবে কাটিয়ে ওঠায় এবার আসন্ন ঈদুল আজহা উদ্‌যাপনে মুসলিমদের মাঝে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিতে ইতোমধ্যে বেশ সাড়া পড়ে গেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বড় বড় সিটিতে শুধু গণপরিবহন ছাড়া যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে ছোট ও মাঝারি সমাবেশে যোগদানের ক্ষেত্রে সিডিসির স্বাস্থ্যবিধি, যেমন: মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে প্রায় আড়াই হাজার মসজিদে একাধিকবার অনুষ্ঠিত হবে ঈদের জামাত। প্রতিটি জামাতে মাস্ক পরিধান ও জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে প্রায় প্রতিটি স্থানেই নারীদের জামাতে ঈদের নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা থাকছে। এ ছাড়া প্রতিকূল আবহাওয়ায় জামাত মসজিদ ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি: জ্যামাইকা মুসলিম সেন্টার (৮৫-৩৭, ১৬৮ স্ট্রিট জ্যামাইকা): এবারও খোলা আকাশের নিচে টমাস এডিসন হাইস্কুল পার্কে (১৬৮ এবং ৮৪ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) বিশাল ঈদের জামাত আয়োজন করা হবে। ঈদের জামাতে সবাইকে মাস্ক পরিধান এবং মুসল্লিদের জায়নামাজ সঙ্গে নিয়ে আসার জন্য জেএমসি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে। জামাতের স্থানে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিকূল আবহাওয়ায় জ্যামাইকা মুসলিম সেন্টারের মূল ভবনে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। নারীদের নামাজের ব্যবস্থা থাকবে। আরাফা ইসলামিক সেন্টার (১৮১-১৪ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২): সকাল সাড়ে ৮টায় সুজান বি. এন্থনি স্কুলের (৮৮-১৫, ১৮২ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক) খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের জন্য থাকবে কটন ক্যান্ডি, বেলুন ও সবার জন্য মিষ্টির ব্যবস্থা। বৃষ্টি হলে মসজিদ আল আরাফার ভেতরে ৩টি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আমেরিকান মুসলিম সেন্টার: দুইটি জামাত যথাক্রমে সকাল ৮টা ও ১০টায় রুফুস কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক-১১৪৩৫) অনুষ্ঠিত হবে। দারুস সালাম মসজিদ (১৪৮-১৬, ৮৭ রোড, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫): চারটি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। দারুল উলুম মসজিদ (জ্যামাইকা): একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মসজিদের ভেতরে। জ্যামাইকা মসজিদ মিশন: চারটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে যথাক্রমে সকাল সোয়া ৬টা, সোয়া ৭টা, সোয়া ৮টা ও সোয়া ৯টায়। উডসাইড বায়তুল জান্হা মসজিদ: তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায় অনুষ্ঠিত হবে। শেষ জামাতে নারীদের নামাজের ব্যবস্থা থাকবে। আল আমিন জামে মসজিদ (এস্টোরিয়া): এস্টোরিয়ার ৩৬ ও ৩৭ এভিনিউয়ের মাঝখানে ৩৬ স্ট্রিটের ওপর সকাল ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার: রুজভেল্ট এভিনিউ ও ৪১ এভিনিউয়ের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ: দুটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। ব্রুকলীন বাংলাদেশ মুসলিম সেন্টার: দুটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল সাড়ে ৬টা ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply