Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনাল্ডোকে সই করালে ক্লাব ছাড়বেন তিনি! পিএসজি প্রধানকে কড়া হুঁশিয়ারি মেসির




রোনাল্ডোকে সই করালে ক্লাব ছাড়বেন তিনি! পিএসজি প্রধানকে কড়া হুঁশিয়ারি মেসির রোনাল্ডোর এজেন্ট জর্ড মেন্ডেস বিগত কয়েক সপ্তাহ ধরে চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের সঙ্গে রোনাল্ডোর খেলার ব্যাপারে কথা বলেছেন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) জানিয়ে দিয়েছে যে, তিনি আর থাকতে চান না ওল্ড ট্র্যাফোর্ডে। রোনাল্ডো বিশ্বাস করেন যে, তাঁর টিম আসন্ন মরশুমে প্রিমিয়র লিগ (Premier League) জিততে পারবে না। সিআর সেভেন এখন চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) খেলতে চাইছেন। এরিক টেন হ্যাগ রোনাল্ডোকে বাদ দিয়েই প্রাক মরশুম প্রস্তুতির জন্য দল বেছে নিয়েছেন। ম্যান ইউ এখন রোনাল্ডোকে ছাড়াই ম্যান ইউ থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করবে। রোনাল্ডোর এজেন্ট জর্ড মেন্ডেস বিগত কয়েক সপ্তাহ ধরে চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের সঙ্গে রোনাল্ডোর খেলার ব্যাপারে কথা বলেছেন। রোনাল্ডোকে নেওয়ার অর্থনৈতিক সামর্থ্য হাতে গোনা কিছু ক্লাবেরই রয়েছে। তার মধ্যে অন্যতম প্যারিস সাঁ জাঁ। ক্লাবের প্রধান নাসের আল-খেলাইফি একজন ধনকুবের। তিনি শয়ে শয়ে কোটি টাকা খরচ করে মেসি-নেইমার-এমবাপেদের দিয়ে দল সাজিয়েছেন। খেলাইফি চান মেসির সঙ্গেই রোনাল্ডোও খেলুক তাঁর ক্লাবে। ফলে রোনাল্ডোর প্যারিসে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মেসি-রোনাল্ডোকে এক জার্সিতে না দেখার সম্ভাবনাই উজ্জ্বল। এর মধ্যেই সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি হুমকি দিয়েছেন যে, পিএসজি যদি রোনাল্ডোকে সই করায় তাহলে তিনি ক্লাব ছাড়বেন। এমনটাই রিপোর্ট এল ন্যাসিওনালের। ১২ বছর পর পুরনো ক্লাবে ফিরে এসেছেন রোনাল্ডো। ফের খেলছেন ম্যান ইউতে। দুই বছরের চুক্তিতে রোনাল্ডোকে ১৫ মিলিয়ন ইউরো ও অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো অ্যাড-অন হিসাবে দিচ্ছে রেড ডেভিলস। অতীতে ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যাঞ্চেস্টারে খেলেছেন রোনাল্ডো। তিনটি প্রিমিয়র লিগ, একটি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।ম্যাঞ্চেস্টারে খেলেই রোনাল্ডো তারকা হয়ে ওঠেন ফুটবল বিশ্বের। এরপর রিয়াল মাদ্রিদে গিয়ে সিআর সেভেন হয়ে যান মহাতারকা। রিয়াল থেকে জুভেন্তাস হয়ে ম্যান ইউ-তে ফিরেছেন সিআর সেভেন। ম্যাঞ্চেস্টারের হয়ে দ্বিতীয় ইনিংসে রোনাল্ডো ৩৮ ম্যাচে ২৪ গোল করেছেন । কোনও ট্রফির মুখ দেখেননি তিনি। প্রিমিয়র লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেও বেশি দূর এগোতে পারেনি ম্যান ইউ। আগামী বছর ৩০ জুন পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউয়ের চুক্তি রয়েছে। গতবছর বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের শেষ করে প্যারিসে আসেন মেসি। ফ্রান্সের দাপুটে দল পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দু বছরের চুক্তি রয়েছে তাঁর। যদিও সেই মেয়াদ আরও ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে মেসির। পিএসজি থেকে সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি আয় করছেন মেসি। মেসি-নেইমার-এমবাপেকে খেলিয়েও প্যারিস চ্যাম্পিয়ন্স লিগের মুখ দেখেনি। খেলাইফির পাখির চোখ এই ট্রফিতেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply